শিরোনাম
ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে ট্রাম্পের কোনো ভূমিকা নেই: পার্লামেন্টে জয়শঙ্করআগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠিকঙ্গো-রুয়ান্ডার শান্তি চুক্তির ফাঁকে খনিজ সম্পদ লুটের ধান্ধায় ট্রাম্পফারাজ করিমের ঘরের দরজায় ঝুলছে দুদকের নোটিশমুক্তিপণ নেওয়ার পরও ৩৫ জিম্মিকে হত্যা করল অপহরণকারীরাওয়াক্ফ এস্টেটগুলোর সংকট উত্তরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত, দ্রুত সমাধান চাইলেন মোতোয়ালিরাসুন্দরগঞ্জে ১৩৩ বস্তা টিএসপি সার জব্দগণঅভ্যুত্থানের অঙ্গীকার লঙ্ঘিত হলে জেনজিরা আবার রাজপথে নামবে: মঞ্জুইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিতসাদিক খান ঘৃণ্য লোক, ভয়াবহ কাজ করছেন: ট্রাম্প

পথচারীকে ধাক্কা দিয়ে ছিটকে গেল মোটরসাইকেল, নিহত ২

পথচারীকে ধাক্কা দিয়ে ছিটকে গেল মোটরসাইকেল, নিহত ২

Ajker Patrika

পথচারীকে ধাক্কা দিয়ে ছিটকে গেল মোটরসাইকেল, নিহত ২

বাগেরহাট ও ফকিরহাট প্রতিনিধি

প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ১৮: ১৬

Photo

বাগেরহাটের মোল্লাহাটের দুর্ঘটনার পর হতাহত ব্যক্তিদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

বাগেরহাটের মোল্লাহাটে এক পথচারীকে ধাক্কা দিয়ে একটি মোটরসাইকেল ছিটকে গেছে। এতে ওই পথচারী ও মোটরসাইকেলের এক আরোহী নিহত ও আরেক আরোহী আহত হয়েছেন।

আজ সোমবার খুলনা-ঢাকা মহাসড়কের চাঁদেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলেন মোল্লাহাট উপজেলার আগাকেন্দুয়া এলাকার রাজেশ্বর বৈদ্য (৬৫) এবং বরগুনার বানমার সদিপুরের মৃত দুলাল শিকদারের ছেলে মো. সাইদুল ইসলাম (৩০)। আহত হয়েছেন চুয়াডাঙ্গার আইয়ুব আলীর ছেলে মাহবুব হোসেন (২৮)।

পুলিশ জানায়, মৎস্যচাষি রাজেশ্বর মহাসড়ক পার হওয়ার সময় বরিশাল থেকে খুলনাগামী একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী ছিটকে পড়ার পাশাপাশি পথচারী রাজেশ্বর সড়কে পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে মোল্লাহাট হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তাঁদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাইদুলকে মৃত ঘোষণা করেন। সেখান থেকে রাজেশ্বরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তিনি মারা যান। আহত মাহবুবকে ফকিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নুরুজ্জামান বলেন, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এর আরোহী দুজন পৃথক দুটি কোম্পানিতে কর্মরত ছিলেন। তাঁরা বরিশাল থাকতেন। তাঁরা বরিশাল থেকে খুলনা যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। কে মোটরসাইকেলটি চালাচ্ছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button