শিরোনাম
গণমাধ্যমকর্মীদের নীতিমালা প্রত্যাখ্যান করল আরএফইডি, সংশোধনের আহ্বানগাজীপুরে নৌকা ডুবে নিখোঁজ ৩ বন্ধুর লাশ উদ্ধারইরানি বিক্ষোভকারীর সঙ্গে বন্ধুত্বে বেঁচে ফেরেন মার্কিন, প্রতিদান দেন তিনিওকাবার পাশে ফিলিস্তিনি পতাকা তোলায় হজযাত্রী আটক, নিন্দার ঝড়লন্ডনে ট্রান্স অধিকার কর্মীদের বিক্ষোভে ‘অস্ত্র ধরার’ ডাকপানছড়িতে গুলিতে যুব ফোরাম নেতা নিহত, অভিযোগ জেএসএসের বিরুদ্ধেদুর্নীতির তদন্ত ঝুলে আছে, মেঘনা পেট্রোলিয়ামের এমডি অবসরের‍্যাব পরিচয়ে ব্যবসায়ীকে তুলে নিয়ে সোনা-অর্থ লুটের অভিযোগএনসিপি নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ থানায়পাবনায় প্রকাশ্য দিবালোকে নিজের বাড়িতে প্রবীণ অধ্যাপককে কোপাল দুর্বৃত্তরা

বিশ্বকাপের আগে বিসিবিকে নান্নুর বিশেষ পরামর্শ

বিশ্বকাপের আগে বিসিবিকে নান্নুর বিশেষ পরামর্শ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেলে দীর্ঘ দিন কাজ করেছেন মিনহাজুল আবেদীন নান্নু। প্রশংসার চেয়ে সমালোচিতই বেশি হয়েছেন প্রধান নির্বাচক হিসেবে। নান্নু এখন কাজ করছেন বিসিবির হেড অব প্রোগ্রাম হিসেবে। এশিয়া কাপ, বিশ্বকাপে খেলার আগে তিনি বিসিবিকে কিছু পরামর্শ দিয়েছেন।

সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে আরব আমিরাতে এশিয়া কাপ খেলতে যাবে বাংলাদেশ। আগামী বছরের ফেব্রুয়ারিতে আছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে হলে বাংলাদেশ দলকে ভালো উইকেটে খেলে যাওয়া উচিত বলে মনে করেন নান্নু। আজ মিরপুরে ম্যাচ রেফারিদের কর্মশালায় অংশগ্রহণ শেষে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘সেরা দল সব সময়ই খেলবে। সেরা সমন্বয় নিয়ে বিশ্বকাপে যাওয়া দরকার। কোন কন্ডিশনে কীভাবে খেলে এগোবে সেটা চিন্তা করতে হবে। বিশ্বকাপের আগে স্পোর্টিং উইকেট, ট্রু উইকেটে খেলে নিজেদের তৈরি করে যাওয়া উচিত।’

সদ্য সমাপ্ত পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশ ২–১ ব্যবধানে জিতলেও শেষ ম্যাচে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের অতিরিক্ত পরীক্ষানিরীক্ষার সঙ্গে একমত নন নান্নু, ‘যেকোনো সিরিজ জয় পরের সিরিজ খেলতে আত্মবিশ্বাস জোগায়। আমার মনে হয় শেষ ম্যাচে অনক পরীক্ষানিরীক্ষা করা হয়েছে। মনে হয়েছে ওই ম্যাচে পরীক্ষানিরীক্ষা না করলেও হতো। এখানে সুযোগ ছিল সিরিজটা ভালোভাবে শেষ করার। তবু বলব সামনে বেশি সময় নেই, সামনে এশিয়া কাপ, বিশ্বকাপ। ২০ জনের একটা দল তৈরি করে এগোনো উচিত।’

নান্নু জানালেন, সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে তাঁরা শুরু করবেন ২০২৫ এনসিএল টি-টোয়েন্টি। গতবার শুধু সিলেটে হলেও এবার টুর্নামেন্টটি তিন ভেন্যুতে আয়োজনের চিন্তা বিসিবির।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button