খুলনায় ৬ বছরের শিশুকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার ১


খুলনায় ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে সালাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার গভীর রাতে তাঁকে রূপসা উপজেলার নন্দনপুর জামরুলতলা থেকে গ্রেপ্তার করা হয়। গতকাল শুক্রবার দুপুরের পর গ্রেপ্তার ওই ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। আজ শনিবার পুলিশের পক্ষ থেকে এ তথ্য দেওয়া হয়েছে।
রূপসা থানার ওসি মোহাম্মাদ মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ধর্ষক নন্দনপুর মুন ইটভাটার শ্রমিক। তাদের উভয়ের মধ্যে পূর্বপরিচয় ছিল। সেই সুবাদে শিশুটি তাঁকে নানা বলে সম্বোধন করত।
ওসি জানান, বুধবার দুপুরে নন্দনপুর ইটভাটাসংলগ্ন নদীতে গোসল করতে নামে শিশুটি। তখন সালাম শিশুটিকে ধর্ষণ করেন। বাড়ি ফিরে মাকে বিষয়টি বললে শিশুটিকে তারা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়। শিশুটি ২২ ধায়ায় জবানবন্দি দিয়েছে।