শিরোনাম
সরকার জুলাই সনদের আইনি ভিত্তি দিতে গড়িমসি করলে বুঝতে হবে ‘কুচ কালা হ্যায়’: তাহেরসারা দেশে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার ২৮৮বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে রায় জালিয়াতির মামলায় আরও দুটি ধারা সংযোজনএ যেন কল্পকাহিনী—৩০ বছর ধরে হিমায়িত ভ্রূণ থেকে জন্ম নিল মার্কিন শিশুজুলাই সনদকে গেজেট নোটিফিকেশন করার নতুন প্রস্তাব বিএনপিরজাতীয় সনদের দ্বিতীয় ধাপের আলোচনা শেষে ১৯ বিষয়ে ঐকমত্য: আলী রীয়াজবরিশালে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যাইসরায়েলি অবরোধে গাজার ২৭ বছরের যুবকের মৃত্যু, অনাহারে ওজন নেমেছিল ১৫ কেজিতেশেখ হাসিনার ‘ফেরার পরিকল্পনা’ ঘিরে গোপন বৈঠক, গ্রেপ্তার ২২ নেতা-কর্মী কারাগারেকুতুব শাহী মসজিদের পাকা দানবাক্স ভেঙে টাকা চুরি

বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে এখনো সংকটাপন্ন ৬ জন

বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে এখনো সংকটাপন্ন ৬ জন

Ajker Patrika

বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে এখনো সংকটাপন্ন ৬ জন

ঢামেক প্রতিবেদক, ঢাকা  

প্রকাশ : ২৪ জুলাই ২০২৫, ২২: ২৫

Photo

সংবাদ সম্মেলন করেন বার্ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন। ছবি: আজকের পত্রিকা

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি দগ্ধ ৬ জনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকেরা। আর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় ১৩ জনকে নেওয়া হয়েছে কেবিনে।

আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত ৮টার দিকে বার্ন ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন। এ সময় তাঁর সঙ্গে ইনস্টিটিউটের সিনিয়র চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।

নাসির উদ্দিন বলেন, এখন পর্যন্ত ৪২ জন ভর্তি রয়েছে। তাদের মধ্যে সংকটাপন্ন ছয়জনসহ আটজনকে আইসিইউতে রাখা হয়েছে। শারীরিক অবস্থার অনেকটা উন্নতি হওয়ায় ১৩ জনকে স্থানান্তর করা হয়েছে কেবিনে। তাদের খুব দ্রুতই হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার পরিকল্পনা চলছে। পরে তারা ফলোআপ চিকিৎসার জন্য আসবে।

পরিচালক বলেন, বৃহস্পতিবার ভারত থেকে চিকিৎসা দল এসেছে। এ ছাড়া বুধবার সিঙ্গাপুর থেকে আসা চিকিৎসক দলের সঙ্গে আজও মিটিং করা হয়েছে। চীনের বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গেও ভার্চুয়ালি মিটিং হয়েছে। স্বাস্থ্য উপদেষ্টাসহ আগত বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করে এসব রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button