শিরোনাম
জুলাই সনদ বাস্তবায়নে আইনি ভিত্তির দাবি এনসিপিরসরকার জুলাই সনদের আইনি ভিত্তি দিতে গড়িমসি করলে বুঝতে হবে ‘কুচ কালা হ্যায়’: তাহেরসারা দেশে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার ২৮৮বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে রায় জালিয়াতির মামলায় আরও দুটি ধারা সংযোজনএ যেন কল্পকাহিনী—৩০ বছর ধরে হিমায়িত ভ্রূণ থেকে জন্ম নিল মার্কিন শিশুজুলাই সনদকে গেজেট নোটিফিকেশন করার নতুন প্রস্তাব বিএনপিরজাতীয় সনদের দ্বিতীয় ধাপের আলোচনা শেষে ১৯ বিষয়ে ঐকমত্য: আলী রীয়াজবরিশালে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যাইসরায়েলি অবরোধে গাজার ২৭ বছরের যুবকের মৃত্যু, অনাহারে ওজন নেমেছিল ১৫ কেজিতেশেখ হাসিনার ‘ফেরার পরিকল্পনা’ ঘিরে গোপন বৈঠক, গ্রেপ্তার ২২ নেতা-কর্মী কারাগারে

চাঁদায় অতিষ্ঠ প্রতিবন্ধী ঝালমুড়ি বিক্রেতা, তিন সন্তান নিয়ে আত্মহত্যার চেষ্টা

চাঁদায় অতিষ্ঠ প্রতিবন্ধী ঝালমুড়ি বিক্রেতা, তিন সন্তান নিয়ে আত্মহত্যার চেষ্টা

Ajker Patrika

চাঁদায় অতিষ্ঠ প্রতিবন্ধী ঝালমুড়ি বিক্রেতা, তিন সন্তান নিয়ে আত্মহত্যার চেষ্টা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

প্রকাশ : ২৪ জুলাই ২০২৫, ২২: ২৭

Photo

শিশুসন্তানকে বুকে জড়িয়ে মহাসড়কে এসে আত্মহত্যার চেষ্টা করেন প্রতিবন্ধী মঞ্জুরুল হক। ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে শারীরিক প্রতিবন্ধী মো. মঞ্জুরুল হক নিয়মিত মাসোহারা দিয়ে মহাসড়কে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। দালালদের দৌরাত্ম্য আর পুলিশি হয়রানির কারণে একপর্যায়ে অটোরিকশা বিক্রি করে দেন। পরে শুরু করেন ঝালমুড়ি বিক্রি। সেখানেও প্রতিদিন ২০০ টাকা চাঁদা দিতে হয় স্থানীয়দের। এমন কষ্টে চিরকুট লিখে তিন শিশুসন্তানকে বুকে জড়িয়ে মহাসড়কে এসে আত্মহত্যার চেষ্টা করেন মঞ্জুরুল হক। তখন স্থানীয়রা তাঁকে রক্ষা করে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেল ৪টার দিকে শ্রীপুর পৌর শহরের মাওনা চৌরাস্তা এলাকায় উড়াল সেতুর নিচে ওই ঘটনা ঘটে। ভুক্তভোগী মঞ্জুরুল হক (৩০) ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মধ্যবালা গ্রামের বাসিন্দা। তিনি শ্রীপুর পৌরসভার লিচুবাগান এলাকায় একটি বাড়িতে সপরিবারে ভাড়া থাকেন।

মঞ্জুরুল হকের সঙ্গে কথা বলে জানা যায়, কয়েক দিন আগে তিনি ডিজাইন ট্রেক্স কারখানার মূল ফটকে ঝালমুড়ি বিক্রি শুরু করেন। দুই দিন বিক্রি করার পরই আরেক ঝালমুড়ি বিক্রেতা জানান, সেখানে ঝালমুড়ি বিক্রি করতে হলে প্রতিদিন ২০০ টাকা চাঁদা দিতে হবে। তিনিও নিয়মিত ২০০ টাকা করে চাঁদা দেন স্থানীয়দের। তিনি বলেন, ‘এভাবে কয়েক দিন চলেছে। যে টাকার ঝালমুড়ি বিক্রি করি লাভের অংশ চাঁদা দিতে হয়। স্ত্রী-সন্তানদের মুখে খাবার তুলে দিতে পারছিলাম না। তাই তিন শিশুসন্তানকে (৯ বছর বয়সী মরিয়ম, ৬ বছর বয়সী মাহমুদা ও ২ বছর বয়সী জান্নাতুল) নিয়ে আত্মহত্যা করতে এসেছি। আমার মতো বাবা বেঁচে থাকার কোনো অধিকার নেই। তাই মহাসড়ককে আত্মহত্যা করতে এসেছি।’

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আয়ুব আলী বলেন, ‘ফেসবুকে জানতে পারলাম। বিষয়টি খতিয়ে দেখা হবে।’

শ্রীপুর থানার ওসি মহম্মদ আব্দুল বারিক বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও আমি দেখেছি। ভুক্তভোগীর মোবাইল ফোন নম্বরে কল করে থানায় আসতে বলা হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।’



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button