শিরোনাম
গণমাধ্যমকর্মীদের নীতিমালা প্রত্যাখ্যান করল আরএফইডি, সংশোধনের আহ্বানগাজীপুরে নৌকা ডুবে নিখোঁজ ৩ বন্ধুর লাশ উদ্ধারইরানি বিক্ষোভকারীর সঙ্গে বন্ধুত্বে বেঁচে ফেরেন মার্কিন, প্রতিদান দেন তিনিওকাবার পাশে ফিলিস্তিনি পতাকা তোলায় হজযাত্রী আটক, নিন্দার ঝড়লন্ডনে ট্রান্স অধিকার কর্মীদের বিক্ষোভে ‘অস্ত্র ধরার’ ডাকপানছড়িতে গুলিতে যুব ফোরাম নেতা নিহত, অভিযোগ জেএসএসের বিরুদ্ধেদুর্নীতির তদন্ত ঝুলে আছে, মেঘনা পেট্রোলিয়ামের এমডি অবসরের‍্যাব পরিচয়ে ব্যবসায়ীকে তুলে নিয়ে সোনা-অর্থ লুটের অভিযোগএনসিপি নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ থানায়পাবনায় প্রকাশ্য দিবালোকে নিজের বাড়িতে প্রবীণ অধ্যাপককে কোপাল দুর্বৃত্তরা

ঈদের আগেই ঈদ! বরিশালে রিকশাচালকদের ভাড়া বৃদ্ধির হিড়িক

ঈদের আগেই ঈদ! বরিশালে রিকশাচালকদের ভাড়া বৃদ্ধির হিড়িক

ক্রাইম জোন ২৪।।বরিশালে আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে রিকশা ভাড়া বেড়ে গেছে আগেভাগেই। সাধারণত ঈদের এক সপ্তাহ আগে থেকে পরিবহন খরচ বাড়তে দেখা যায়, তবে এবার তারও আগে থেকেই রিকশা ভাড়ায় লাগামহীন বৃদ্ধি লক্ষ্য করা গেছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

নগরীর বিভিন্ন এলাকায় চলাচলকারী যাত্রীরা অভিযোগ করেছেন, আগে যে ভাড়া ২০ থেকে ২৫ টাকা ছিল, এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৪০ থেকে ৫০ টাকা। বিশেষ করে কদমতলা, নথুল্লাবাদ, চাঁদমারী, বাজার রোড, বগুড়া রোড ও কালীবাড়ি মোড় এলাকায় এ ভাড়া বৃদ্ধি চোখে পড়ার মতো।

একজন চাকরিজীবী বলেন, “আমাদের বেতন তো বাড়ে না, অথচ রিকশাওয়ালারা খুশিমতো ভাড়া নিচ্ছে। এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে এখন দ্বিগুণ ভাড়া লাগছে।”

রিকশাচালকরা বলছেন, তারা বাধ্য হয়েই বেশি ভাড়া নিচ্ছেন। এক চালকের ভাষ্য, “সব জিনিসের দাম বেড়ে গেছে, খরচও বেশি হচ্ছে। ঈদের আগে আমরা একটু বেশি আয় করতে চাই।”

তবে ভাড়া নিয়ন্ত্রণে প্রশাসনের কোনো নজরদারি নেই বলে অভিযোগ করেছেন যাত্রীরা। স্থানীয়দের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি দ্রুত পদক্ষেপ না নেয়, তাহলে ঈদের সময় ভাড়া আরও বাড়বে, যা সাধারণ মানুষের জন্য আরও ভোগান্তির কারণ হবে।

এই পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন কোনো ব্যবস্থা নেয় কি না, তা এখন দেখার বিষয়।

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button