শিরোনাম
বরিশালে জাল নোটসহ দুই যুবক গ্রেপ্তার, উদ্ধার ২ লাখ ২৫ হাজার টাকা মূল্যমানের নকল মুদ্রাবরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন খাল থেকে উপপরিচালকের লাশ উদ্ধারছাত্রলীগ নেতাকে জিম্মি করে চাঁদা দাবি, ধরা খেলেন ছাত্রদল পরিচয়ধারী ৩ জনবরিশাল-কুয়াকাটা মহাসড়কে ইউনিক পরিবহনের বাস পুকুরে, ছয় লেন সড়কের দাবিতে উত্তাল জনমতবরিশালে নকল প্রসাধনী বিক্রির সময় গ্রেফতার ৩, ভ্রাম্যমাণ আদালতে এক মাসের কারাদণ্ডবরিশালে বিয়ের প্রলোভনে ধর্ষণ: মামলা তুলতে চাপ, ইউপি সদস্যের বিরুদ্ধে ধামাচাপার অভিযোগআন্তঃকলেজ ক্রিকেটে দেশসেরা চ্যাম্পিয়ন বিএম কলেজ বরিশালমীরগঞ্জ ফেরিঘাটে ১৩০০ সরকারি বইসহ আটক ১পাকস্থলীর ক্যান্সারে বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীর মৃত্যু“গণঅভ্যুত্থানের শক্তিগুলোকে বিভাজিত দেখতে চাই না” — বরিশালে এ বি পার্টির ফুয়াদ

ঈদের আগেই ঈদ! বরিশালে রিকশাচালকদের ভাড়া বৃদ্ধির হিড়িক

ঈদের আগেই ঈদ! বরিশালে রিকশাচালকদের ভাড়া বৃদ্ধির হিড়িক

ক্রাইম জোন ২৪।।বরিশালে আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে রিকশা ভাড়া বেড়ে গেছে আগেভাগেই। সাধারণত ঈদের এক সপ্তাহ আগে থেকে পরিবহন খরচ বাড়তে দেখা যায়, তবে এবার তারও আগে থেকেই রিকশা ভাড়ায় লাগামহীন বৃদ্ধি লক্ষ্য করা গেছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

নগরীর বিভিন্ন এলাকায় চলাচলকারী যাত্রীরা অভিযোগ করেছেন, আগে যে ভাড়া ২০ থেকে ২৫ টাকা ছিল, এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৪০ থেকে ৫০ টাকা। বিশেষ করে কদমতলা, নথুল্লাবাদ, চাঁদমারী, বাজার রোড, বগুড়া রোড ও কালীবাড়ি মোড় এলাকায় এ ভাড়া বৃদ্ধি চোখে পড়ার মতো।

একজন চাকরিজীবী বলেন, “আমাদের বেতন তো বাড়ে না, অথচ রিকশাওয়ালারা খুশিমতো ভাড়া নিচ্ছে। এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে এখন দ্বিগুণ ভাড়া লাগছে।”

রিকশাচালকরা বলছেন, তারা বাধ্য হয়েই বেশি ভাড়া নিচ্ছেন। এক চালকের ভাষ্য, “সব জিনিসের দাম বেড়ে গেছে, খরচও বেশি হচ্ছে। ঈদের আগে আমরা একটু বেশি আয় করতে চাই।”

তবে ভাড়া নিয়ন্ত্রণে প্রশাসনের কোনো নজরদারি নেই বলে অভিযোগ করেছেন যাত্রীরা। স্থানীয়দের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি দ্রুত পদক্ষেপ না নেয়, তাহলে ঈদের সময় ভাড়া আরও বাড়বে, যা সাধারণ মানুষের জন্য আরও ভোগান্তির কারণ হবে।

এই পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন কোনো ব্যবস্থা নেয় কি না, তা এখন দেখার বিষয়।

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button