ঈদের আগে ও পরে ৬ দিন মহাসড়কে চলবে না ট্রাক, কাভার্ডভ্যান ও লরি


ক্রাইম জোন ২৪।। আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীদের নির্বিঘ্ন ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ঈদের আগে ও পরে মোট ৬ দিন মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে। তবে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য, পচনশীল পণ্য, গার্মেন্টস সামগ্রী, ওষুধ, সার ও জ্বালানি বহনকারী যানবাহন এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।
৯ মার্চ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। পরে ১৬ মার্চ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সহকারী সচিব জসিম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৫ থেকে ২৮ মার্চ পর্যন্ত এবং ঈদের পরবর্তী তিন দিন (২৯, ৩০ ও ৩১ মার্চ) মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে।
সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশনা পাঠানো হয়েছে। এর মধ্যে রয়েছেন—
বিআরটিএ চেয়ারম্যান
হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি
সকল জেলা প্রশাসক ও পুলিশ সুপার
বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির সভাপতি ও মহাসচিব
বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক
মন্ত্রিপরিষদ সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব
সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঈদযাত্রায় যাত্রীদের ভোগান্তি কমাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিবার ঈদে মহাসড়কে অতিরিক্ত যানজট সৃষ্টি হয়, যা এই নিষেধাজ্ঞার মাধ্যমে নিয়ন্ত্রণ করা হবে।
এ বিষয়ে এক গণপরিবহন চালক বলেন, “এ ধরনের সিদ্ধান্ত ভালো, তবে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহে যেন কোনো সমস্যা না হয়, সে বিষয়েও নজর দেওয়া দরকার।”
এক যাত্রী বলেন, “ঈদের সময় মহাসড়কে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ থাকলে যাত্রীদের যাতায়াত অনেক স্বস্তিদায়ক হবে।”
এই নিষেধাজ্ঞা বাস্তবায়ন হলে ঈদযাত্রা অনেকটাই স্বস্তিদায়ক হতে পারে। তবে পরিবহন সংশ্লিষ্টদের দাবি, জরুরি পণ্যবাহী যানবাহনগুলোর চলাচল যেন বাধাগ্রস্ত না হয়, তা নিশ্চিত করতে হবে।