গাজায় ইসরায়েলি হামলায় নারী-শিশু নিহত, তীব্র নিন্দা বাংলাদেশের


ক্রাইম জোন ২৪।। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সামরিক আগ্রাসনে নারী ও শিশুসহ বহু নিরীহ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। হামলার ফলে গাজার মানবিক সংকট আরও তীব্রতর হয়েছে। ইসরায়েলের এই নৃশংস হামলার বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।
বুধবার (১৯ মার্চ) বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের চিফ অ্যাডভাইজারের অফিসিয়াল পেজ থেকে এক বিবৃতিতে এই নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।
বাংলাদেশ সরকারের বিবৃতিতে বলা হয়, “গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক আগ্রাসনের পুনরাবৃত্তি অত্যন্ত নিন্দনীয়। শিশু ও নারীসহ নিরীহ বেসামরিক নাগরিকদের নির্বিচারে হত্যা আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের শামিল। ইসরায়েলের এই হামলা যুদ্ধবিরতি চুক্তির প্রতি গুরুতর অবজ্ঞার বহিঃপ্রকাশ।”
বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ দ্ব্যর্থহীনভাবে ইসরায়েলের অব্যাহত বিমান হামলার নিন্দা জানায়, যা নিরীহ ফিলিস্তিনিদের দুর্ভোগকে বাড়িয়ে তুলেছে এবং এই অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট করছে।
বাংলাদেশ সরকার ইসরায়েলকে অবিলম্বে সব ধরনের সামরিক অভিযান বন্ধের আহ্বান জানিয়ে বলে, “ইসরায়েলের উচিত সর্বাধিক সংযম প্রদর্শন করা এবং আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলা।”
একইসঙ্গে বাংলাদেশ জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে, তারা যেন যুদ্ধবিরতি নিশ্চিত করে এবং অবরুদ্ধ গাজার নিরীহ জনগণের কাছে মানবিক সহায়তা পৌঁছানোর ব্যবস্থা করে।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় পুনর্ব্যক্ত করে যে, “বাংলাদেশ সবসময় ফিলিস্তিনিদের ন্যায্য অধিকারের পক্ষে অবস্থান নিয়েছে। ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমান্ত অনুযায়ী পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রতি বাংলাদেশ দৃঢ়ভাবে সমর্থন জানায়।”
বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ মধ্যপ্রাচ্যে স্থায়ী ও ন্যায়সঙ্গত শান্তি প্রতিষ্ঠার জন্য সংলাপ পুনরায় শুরুর প্রয়োজনীয়তার ওপর জোর দিচ্ছে। ফিলিস্তিনিদের ওপর চলমান সহিংসতা বন্ধ করতে সব পক্ষকে কূটনীতি ও শান্তিপূর্ণ উপায়ে সমাধানের পথ বেছে নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
বাংলাদেশ সরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে একযোগে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানানো হয়। বিবৃতিতে বলা হয়, “জাতিসংঘের নীতিমালা অনুযায়ী, ফিলিস্তিনি জনগণের শান্তি, মর্যাদা ও ন্যায়বিচারের জন্য একটি স্থায়ী সমাধান অর্জনে বাংলাদেশ তার সহযোগিতা অব্যাহত রাখবে।”
উল্লেখ্য, গাজা উপত্যকায় দীর্ঘদিন ধরে ইসরায়েলি সামরিক হামলার ফলে ফিলিস্তিনি জনগণ ভয়াবহ মানবিক সংকটের মুখে রয়েছে। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে সাম্প্রতিক ইসরায়েলি বিমান হামলায় নারী ও শিশুসহ বহু নিরীহ মানুষ নিহত হয়েছে, যা বিশ্বব্যাপী নিন্দিত হয়েছে। বাংলাদেশ সরকার আগেও ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করেছে এবং ভবিষ্যতেও তাদের ন্যায্য অধিকারের পক্ষে অবস্থান নেবে।