শিরোনাম

বিশৃঙ্খলার আশঙ্কায় কর্মসূচি থেকে সরে দাঁড়াল বাম সংগঠনগুলো

বিশৃঙ্খলার আশঙ্কায় কর্মসূচি থেকে সরে দাঁড়াল বাম সংগঠনগুলো

ক্রাইম জোন ২৪।। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা এবং দেশের সামগ্রিক নিরাপত্তা বিবেচনায় পূর্বঘোষিত গণমিছিল কর্মসূচি স্থগিত করেছে বাম ছাত্র সংগঠনগুলো।

শনিবার (১৫ মার্চ) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক সমাবেশ থেকে এই ঘোষণা দেওয়া হয়।

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের (একাংশ) সাধারণ সম্পাদক বাহাউদ্দীন শুভ বলেন, “আমরা পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী কেন্দ্রীয় শহীদ মিনারে এলেও সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছি যে, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও দেশের সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে আজকের গণমিছিল কর্মসূচি স্থগিত করছি। তবে আমরা শঙ্কিত নই। নারীদের নিরাপত্তা, স্বাধীনতা ও সার্বভৌমত্বের লড়াই আমরা চালিয়ে যাব।”

বাম সংগঠনগুলোর পক্ষ থেকে সারা দেশে হত্যা, ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদ এবং স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণের দাবিতে শনিবার সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে গণমিছিল করার ঘোষণা দেওয়া হয়েছিল। তবে, ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা তাদের সরে যাওয়ার জন্য আল্টিমেটাম দিলে উত্তেজনার আশঙ্কায় কর্মসূচি স্থগিত করা হয়।

সমাবেশে সভাপতির বক্তব্যে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি মাহির শাহরিয়ার রেজা বলেন, “আমাদের কর্মসূচিকে কেন্দ্র করে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। গতকাল থেকেই গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে বলা হয়েছিল কর্মসূচি সংক্ষিপ্ত করতে। মামলা ও হুমকি দিয়ে আমাদের দমানো যাবে না।”

তিনি আরও বলেন, “দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় শহীদ মিনার থেকে টিএসসি পর্যন্ত গণমিছিলের পরিকল্পনা থাকলেও, তা স্থগিত করা হয়েছে। তবে আমাদের আন্দোলন চলবে।”

সমাবেশে ৭ দফা দাবি উত্থাপন করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন। দাবিগুলো হলো—
 আছিয়াসহ সকল হত্যা, ধর্ষণ ও নিপীড়নের বিচার করতে হবে।
‘ব্যর্থ’ স্বরাষ্ট্র উপদেষ্টাকে অপসারণ করতে হবে।
 জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের বিচার করতে হবে।
 মসজিদ, মন্দির ও মাজারে হামলাকারীদের বিচার করতে হবে।
 চট্টগ্রাম কোর্ট প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাসহ সকল হত্যার বিচার করতে হবে।
 সাগর-রুনি, তনু, আফসানা, মুনিয়াসহ সকল হত্যাকাণ্ডের বিচার করতে হবে।
 হিন্দু ও আদিবাসী সম্প্রদায়ের ঘরবাড়িতে হামলা ও লুটপাটের বিচার করতে হবে।

সমাবেশে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ যুব ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বাংলাদেশ ছাত্রলীগ (বিসিএল), পাহাড়ী ছাত্র পরিষদ, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, চারণ সাংস্কৃতিক কেন্দ্র, কেন্দ্রীয় খেলাঘর আসর, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি এবং বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের (টিইউসি) প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

বাম সংগঠনগুলোর দাবি, অভ্যুত্থানের পর দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। অপরাধ বাড়লেও সরকার কার্যকর কোনো ব্যবস্থা নিতে পারছে না। তারা বলছেন, অপরাধের বিচার না হলে নিরাপত্তা সংকট আরও বাড়বে। তাই স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণসহ তাদের দাবিগুলো বাস্তবায়ন করতে হবে।

 আরও বিস্তারিত খবর জানতে পড়তে থাকুন ক্রাইম জোন ২৪।

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button