শিরোনাম

বরিশাল বিএনপির দুই শীর্ষপক্ষের সংঘর্ষ – ইফতার আয়োজন ঘিরে নতুন বিরোধ!

বরিশাল বিএনপির দুই শীর্ষপক্ষের সংঘর্ষ – ইফতার আয়োজন ঘিরে নতুন বিরোধ!

ক্রাইম জোন ২৪।। বরিশাল মহানগর বিএনপির অভ্যন্তরীণ বিরোধ ফের প্রকাশ্যে এসেছে ইফতার আয়োজনে। যুগ্ম আহ্বায়ক আফরোজা নাসরিন ও তার অনুসারীরা মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক ও সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদারের ইফতার মাহফিল বর্জনের ঘোষণা দিয়েছেন। পাল্টা কর্মসূচি হিসেবে ওয়ার্ড পর্যায়ে আলাদা ইফতার আয়োজন করছেন নাসরিন ও তার সমর্থকরা।

দলের অভ্যন্তরীণ বিভক্তিতে সাবেক এমপি মজিবর রহমান সরোয়ার ও মহানগরের সাবেক সদস্য সচিব মীর জাহিদুল কবিরও নাসরিনের অবস্থানে রয়েছেন। ফলে বরিশাল বিএনপির রাজনীতিতে বিভক্তির চিত্র আরও স্পষ্ট হয়েছে।

গত সপ্তাহে মহানগর বিএনপির পক্ষ থেকে ৩০টি ওয়ার্ডে ইফতার আয়োজনের ঘোষণা দেওয়া হয়। ১০ মার্চ আহ্বায়ক কমিটির সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হলেও সভায় উপস্থিত হননি নাসরিন ও তার সমর্থকরা। তিনি দাবি করেছেন, “আমার সঙ্গে আলোচনা না করেই ইফতার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আহ্বায়ক ও সদস্য সচিব একাধিকবার আমাকে উপেক্ষা করেছেন। এখন প্রকাশ্যে বিরোধিতায় নেমেছি।”

নাসরিন জানান, আহ্বায়ক কমিটির ২৬ জন তার সঙ্গে রয়েছেন। তারা নিজেদের উদ্যোগে আলাদা ইফতার আয়োজন করছেন। এরই অংশ হিসেবে বিএম কলেজ ছাত্রদল ও শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়ে পৃথক ইফতার আয়োজন করেন তিনি।

মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক জানিয়েছেন, “১০ মার্চের সভায় ২৭ জন সদস্য উপস্থিত ছিলেন এবং তারা সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছেন। এখানে ২-১ জনের বক্তব্যে কিছু আসে যায় না।”

সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার বলেন, “দলীয় আয়োজনে অংশ নিতে কেউ দাওয়াতের অপেক্ষায় থাকলে বিএনপির প্রতি তার কমিটমেন্ট নিয়েই প্রশ্ন ওঠে। গণমাধ্যমে ঘোষণার মাধ্যমে সবাইকে জানানো হয়েছে।”

সাবেক মেয়র সরোয়ার ও মীর জাহিদ অনুসারীরাও ফারুক-জিয়ার বিপরীতে অবস্থান নিয়েছেন। সরোয়ারপন্থী নেতারা জানিয়েছেন, তারা আলাদা ইফতার আয়োজন করবেন। তবে এখনো তারিখ নির্ধারণ হয়নি।

বরিশাল বিএনপির এই বিভক্তি দলের মাঠপর্যায়ের নেতাকর্মীদের বিভ্রান্ত করছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দলের ঐক্য বজায় রাখতে কেন্দ্রীয় নেতৃত্বের হস্তক্ষেপ জরুরি বলে মনে করছেন অনেকে।

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button