শিরোনাম

৯০ দিনের মধ্যে ধর্ষণের বিচার চাই, ৯১ দিন হলে মানব না: জামায়াতের আমির

৯০ দিনের মধ্যে ধর্ষণের বিচার চাই, ৯১ দিন হলে মানব না: জামায়াতের আমির

ক্রাইম জোন ২৪।। জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আমরা এসেছি আছিয়ার মা-বাবাকে সহানুভূতি জানাতে, দোয়া নিতে এবং বুঝতে কীভাবে এই পরিবারটির পাশে দাঁড়ানো যায়। আমরা চাই দ্রুততম সময়ের মধ্যে এই ঘটনার বিচারকার্য সম্পন্ন হোক। ৯০ দিনের মধ্যে বিচার না হলে আমরা তা মানব না।”

শনিবার (১৫ মার্চ) সকালে আছিয়ার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে হেলিকপ্টারে করে মাগুরার শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়নের একটি মাঠে অবতরণ করেন জামায়াতের আমির। সেখান থেকে সোনাইকুন্ডী গোরস্থানে গিয়ে আছিয়ার কবর জিয়ারত করেন এবং পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

জামায়াতের আমির বলেন, “আছিয়ার ঘটনার বিচারে যে ৯০ দিন সময় দেওয়া হয়েছে, তা আমরা মেনে নিয়েছি। তবে সতর্ক করে দিতে চাই, এটি ৯১ দিনে গড়ালে আমরা মানব না। ধর্ষণের একমাত্র বিচার ফাঁসি, তা নিশ্চিত না করলে এমন ঘটনা ঘটতেই থাকবে।”

তিনি আরও বলেন, “অনেকে সাত দিনের মধ্যে বিচার শেষ করার কথা বলছেন। তবে আমরা মনে করি, বিচারপ্রক্রিয়ার কিছু নির্দিষ্ট ধাপ রয়েছে, যা অনুসরণ করা উচিত। তাই ৯০ দিনের সময়সীমাই যথাযথ।”

পরে জামায়াতে আমির আছিয়ার গ্রামের বাড়িতে যান এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন। যদিও তখন আছিয়ার মা বাড়িতে ছিলেন না, তবে তার খালা ধোলায় বেগম রোকেয়ার সঙ্গে সাক্ষাৎ করেন এবং পরিবারটি যেন ভালোভাবে চলতে পারে, সে বিষয়ে সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, জামায়াতের যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হুসাইন, জেলা জামায়াতের আমির অধ্যাপক এম.বি. বাকেরসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

দুপুর ১২টার দিকে জামায়াতে ইসলামীর আমির হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশে রওনা দেন।

 আরও বিস্তারিত জানতে পড়তে থাকুন ক্রাইম জোন ২৪।

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button