পাঠ্যবইয়ে জায়গা পেলেন র্যাপার হান্নান ও সেজান


২০২৪ সালের জুলাইয়ে স্বৈরাচারবিরোধী আন্দোলনে কণ্ঠে সাহসের শক্তি যোগানো দুই তরুণ র্যাপার হান্নান হোসাইন শিমুল এবং মোহাম্মদ সেজান এবার দেশের পাঠ্যবইয়ে স্থান করে নিয়েছেন। শিক্ষার্থীদের মুখে মুখে থাকা তাদের প্রতিবাদী গান এখন ইংরেজি বইয়ের অংশ।
নারায়ণগঞ্জের তরুণ র্যাপার হান্নান এবং মোহাম্মদ সেজান তাদের সাহসী র্যাপ গানের মাধ্যমে আন্দোলনে নতুন প্রজন্মের কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন। সপ্তম শ্রেণির ইংরেজি বইয়ে “নতুন প্রজন্ম” শিরোনামের একটি অধ্যায়ে তাদের কাজের প্রশংসা করা হয়েছে। বইটিতে উল্লেখ রয়েছে, সেজানের ‘কথা ক’ গান এবং হান্নানের ‘আওয়াজ উঠা’ গান ২০২৪ সালের জুলাই বিদ্রোহের সময় মানুষের প্রতিবাদের প্রতীক হয়ে ওঠে।
বইয়ের লেখায় উল্লেখ করা হয়েছে, “আগের প্রজন্মের শিল্পীরা গানকে প্রতিবাদের ভাষা হিসেবে ব্যবহার করতে ভয় পেলেও, সেজান ও হান্নানের মতো শিল্পীরা সাহস দেখিয়েছেন। নতুন প্রজন্ম আর ভয় পায় না। তারা সাহসী এবং ব্যতিক্রম।”
তবে প্রতিবাদী গান করার জন্য তাদের দুজনকেই চাপের মুখে পড়তে হয়। ২৫ জুলাই, ‘আওয়াজ উঠা’ গান প্রকাশের পর র্যাপার হান্নানকে গ্রেফতার করা হয় এবং তিনি ১২ দিন কারাগারে কাটান। অন্যদিকে, সেজানের ‘কথা ক’ গান প্রকাশের পর তিনিও বিভিন্ন মহলের চাপের সম্মুখীন হন।
এই ঘটনা প্রমাণ করে যে সাহসী শিল্পী এবং তাদের কাজ কেবল আন্দোলনের প্রতীকই নয়, বরং ইতিহাসেও স্থান করে নিতে পারে।