ঢাকা ও সিলেটে ভূমিকম্প: উৎপত্তিস্থল মিয়ানমার


ঢাকা, সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে শুক্রবার সকালে ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের হোমালিন অঞ্চল।
সকাল ১০টা ৩২ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫। আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়েত কবীর জানিয়েছেন, ঢাকা থেকে প্রায় ৪৮২ কিলোমিটার দূরে এই ভূমিকম্পের উৎপত্তি হয়। এর প্রভাবে রাজধানী ঢাকাসহ সিলেট ও আশপাশের এলাকাগুলোতে কম্পন অনুভূত হয়েছে।
এ ধরনের ভূমিকম্পে সাধারণত বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা না থাকলেও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।