এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে আহত ২০, গুরুতর ৩


মাদারীপুরের শিবচরে যাত্রাবাড়ী-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস দুর্ঘটনায় ২০ যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে শিবচরের কুতুবপুর এলাকার মুন্সিরবাজার সড়কের ঢাকাগামী লেনে এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, খুলনা থেকে ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস চালক নিয়ন্ত্রণ হারালে সেটি উল্টে পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনায় গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, এবং অন্য আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শিবচর হাইওয়ে থানার উপ-পরিদর্শক তমাল সরকার জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযানে অংশ নেয়।