শিরোনাম
হোটেল পাল্টে সৈকতে নামলেন এনসিপির নেতারা, ছিলেন না হাসনাত আবদুল্লাহপোলিও নির্মূলের দ্বারপ্রান্তে ছিল বিশ্ব, পিছিয়ে দিল পাকিস্তান ও আফগানিস্তান‘কারাগারে পুলিশের সঙ্গে ছাত্রলীগ-যুবলীগও মারধর করত’রবীন্দ্র প্রয়াণ দিবস উপলক্ষে প্রাঙ্গণেমোরের ‘শেষের কবিতা’ নাটকের প্রদর্শনীরোজার আগেই নির্বাচন অনুষ্ঠানে সিইসিকে প্রধান উপদেষ্টার চিঠিরমেক কোয়ার্টার থেকে নারীসহ ড্যাব নেতা আটকচিকিৎসক ও রোগীর স্বজনের বিরুদ্ধে পরস্পরকে মারধরের অভিযোগ, দেড় ঘণ্টা চিকিৎসা বন্ধনির্বাচনের জন্য প্রয়োজনীয় অর্থ আমরা দেব, কোনো সমস্যা হবে না: অর্থ উপদেষ্টাভারতের ওপর শুল্ক আরও ২৫ শতাংশ বাড়িয়ে ৫০ শতাংশ করলেন ট্রাম্পসড়ক পরিবহন খাত সংস্কার ছাড়া দুর্ঘটনা রোধ সম্ভব নয়: যাত্রী কল্যাণ সমিতি

ইমানের স্বাদ আস্বাদনের তিন গুণ

ইমানের স্বাদ আস্বাদনের তিন গুণ

ইমান কেবল কয়েকটি বিশ্বাস বা কিছু নিয়মনীতির সমষ্টি নয়; এটি হলো হৃদয়ের এক গভীরতম অনুভূতি, যা আত্মাকে সজীব করে তোলে এবং জীবনকে পরিপূর্ণ করে তোলে। এই অনুভূতির মধ্য দিয়েই একজন মুমিন জীবনের প্রকৃত তৃপ্তি ও প্রশান্তি খুঁজে পায়।

ইমানের এই গভীরতাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তুলনা করেছেন এক অনাবিল স্বাদের সঙ্গে—যেন তা মধুর চেয়েও মিষ্টি। তিনি এমন তিনটি গুণের কথা বলেছেন, যা অর্জন করলে একজন ব্যক্তি ইমানের এই অতুলনীয় স্বাদ আস্বাদন করতে পারে।

এই গুণগুলো অর্জনের মাধ্যমেই মুমিন তার হৃদয়ে আল্লাহর ভালোবাসা ও সন্তুষ্টির এক বিশেষ অনুভূতি লাভ করে। সেই তিনটি গুণ হলো:

১. আল্লাহ ও তাঁর রাসুলকে সবচেয়ে বেশি ভালোবাসা

এই গুণের মূল কথা হলো, একজন মুমিনের অন্তরে আল্লাহ ও তাঁর রাসুলের ভালোবাসা দুনিয়ার সকল মায়া-মোহাব্বত থেকে বেশি শক্তিশালী হবে। এই ভালোবাসা কেবল মুখের কথায় সীমাবদ্ধ নয়, বরং তা জীবনের প্রতিটি সিদ্ধান্ত ও কাজের মাধ্যমে প্রকাশ পাবে। যখন মুমিন ব্যক্তি আল্লাহর আদেশকে নিজের ব্যক্তিগত পছন্দ-অপছন্দ, পরিবারের ভালোবাসা কিংবা পার্থিব স্বার্থের ওপর প্রাধান্য দেবে, তখনই সে ইমানের প্রকৃত স্বাদ অনুভব করবে।

২. কাউকে একমাত্র আল্লাহর জন্যই ভালোবাসা

পার্থিব কোনো স্বার্থ বা ব্যক্তিগত লাভের উদ্দেশ্যে নয়, বরং একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই কাউকে ভালোবাসা। উদাহরণস্বরূপ, যখন আপনি কাউকে এ জন্য ভালোবাসেন যে, সে চরিত্রবান, মুত্তাকি, নামাজি এবং নিয়মিত কোরআন পাঠ করে, তখন এই ভালোবাসা ইবাদতের মর্যাদা লাভ করে।

হজরত আবু উমামা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেন, ‘যে আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য ঘৃণা করে, আল্লাহর জন্য দান করে এবং আল্লাহর জন্যই বিরত থাকে, সে পূর্ণ ইমান লাভ করে।’ (সুনানে আবু দাউদ: ৪৬৮১)

৩. কুফরিতে প্রত্যাবর্তনকে আগুনে নিক্ষিপ্ত হওয়ার মতো অপছন্দ করা

এটি হলো ইমানের ওপর অটল থাকার এক দৃঢ় সংকল্প। মানুষ যেমন আগুনে নিক্ষিপ্ত হওয়াকে তীব্রভাবে অপছন্দ করে এবং দগ্ধ হওয়া থেকে দূরে থাকে, একজন মুমিনও ঠিক সেভাবেই কুফরিকে ঘৃণা করবে এবং ইসলাম থেকে দূরে সরে যাওয়াকে ভয় পাবে। এই গুণটি মুমিনকে দ্বীনের পথে অবিচল থাকতে সাহায্য করে এবং তার ইমানকে সকল প্রকার প্রলোভন ও পরীক্ষার মুখে মজবুত রাখে।

এই তিনটি গুণ যদি আমরা অর্জন করতে পারি, তাহলে আমরাও সেই খাঁটি ইমানের স্বাদ আস্বাদন করতে পারব।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button