শিরোনাম
চিকিৎসক ও রোগীর স্বজনের বিরুদ্ধে পরস্পরকে মারধরের অভিযোগ, দেড় ঘণ্টা চিকিৎসা বন্ধনির্বাচনের জন্য প্রয়োজনীয় অর্থ আমরা দেব, কোনো সমস্যা হবে না: অর্থ উপদেষ্টাভারতের ওপর শুল্ক আরও ২৫ শতাংশ বাড়িয়ে ৫০ শতাংশ করলেন ট্রাম্পসড়ক পরিবহন খাত সংস্কার ছাড়া দুর্ঘটনা রোধ সম্ভব নয়: যাত্রী কল্যাণ সমিতিসাগরিকার জোড়া গোলে জয়ে শুরু বাংলাদেশের‘সমাবেশ নাকি সাধারণ জনগণের ভোগান্তি’ লিখে পোস্ট দেওয়া ছাত্রদল নেতাকে অব্যাহতিদাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকে লরির ধাক্কা, চালকের সহকারী নিহতবালুর গর্তে মিলল নিখোঁজ ২ শিশুর লাশ—গলায় রশি, বুকের হাড় ভাঙাপাঁচ দফা আলোচনার পরও যুক্তরাষ্ট্র-ভারত বাণিজ্য আলোচনা কেন ব্যর্থ হলোপাথরঘাটায় কলেজশিক্ষকদের বিরুদ্ধে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ

রাউজানে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

রাউজানে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

চট্টগ্রামের রাউজানে পাখি আকতার (৫৩) নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাদারপাড়া গ্রামে তাঁর বাড়ি থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

পাখি আকতার ওই গ্রামের খলিফা বাড়ির মুহাম্মদ বাহাদুরের স্ত্রী। এই দম্পতির চার ছেলেমেয়ে রয়েছে।

পরিবারের সদস্য এবং স্থানীয়রা জানান, ‘আজ ভোর ৫টার দিকে মুহাম্মদ বাহাদুর ঘুম থেকে উঠে ঘরের মাঝখানের একটি খোলা কক্ষে স্ত্রীর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে সকাল ১০টার দিকে স্থানীয় নোয়াপাড়া পুলিশ ফাঁড়ি থেকে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

ওই নারীর স্বামী মুহাম্মদ বাহাদুর ও ছেলে মুহাম্মদ বাবুল বলেন, ৭-৮টি ব্যাংক ও এনজিও সংস্থা থেকে মাসিক কিস্তিতে ঋণ নিয়েছিলেন পাখি আকতার। মাসে তাঁর ১৮-২০ হাজার টাকা ঋণ শোধ করতে হতো। ঋণের চাপে তিনি আত্মহত্যা করতে পারেন।

নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য ওই নারীর লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া করছেন তাঁরা। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button