শিরোনাম
সুন্দরবনে অস্ত্র-গুলিসহ ২ বনদস্যু আটক৬ বছর পর চীন সফরে যাচ্ছেন মোদি, আসবেন পুতিনওনির্বাচনের আগে এসপি-ওসিদের বদলি-পদায়ন হবে প্রকাশ্য লটারিতে: স্বরাষ্ট্র উপদেষ্টানেত্রকোনায় বাল্কহেড ডুবে নিখোঁজ ২ শ্রমিকের লাশ উদ্ধারযুক্তরাষ্ট্রে এবার এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত, নিহত ৪কাল সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক, সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টাইমানের স্বাদ আস্বাদনের তিন গুণইসলামী আন্দোলনের মিছিলে অংশ, পরদিন গ্রেপ্তার আ.লীগ নেতাচাঁদপুরে খালের ওপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদহিন্দির দাপটে পশ্চিমবঙ্গে কোণঠাসা বাংলা সিনেমা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন অভিনেতা-নির্মাতারা

ঝিনাইদহে আবাসন প্রকল্প থেকে ১১ ককটেল উদ্ধার

ঝিনাইদহে আবাসন প্রকল্প থেকে ১১ ককটেল উদ্ধার

ঝিনাইদহ সদর উপজেলার পাগলা কানাই ইউনিয়নের ঝিনুকমালা আবাসন প্রকল্পের কলাবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ১১টি ককটেল উদ্ধার করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার রাতে ককটেল গুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ককটেল ঝিনাইদহ সদর থানা পুলিশের হেফাজতে রয়েছে।

স্থানীয়রা জানায়, ঝিনুকমালা আবাসনের মসজিদের পাশে কলাবাগানে একটি বাজারের ব্যাগ দেখে সন্দেহ হয় স্থানীয়দের। সাথে সাথেই তারা যৌথ বাহিনীকে খবর দেন। পরে সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা ওই ব্যাগ থেকে ১১টি ককটেল উদ্ধার করে।

ঝিনাইদহ সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মনোজ কুমার ঘোষ জানান, ঝিনুকমালা আবাসন থেকে উদ্ধার করা ১১ ককটেল থানা হেফাজতে রাখা হয়েছে। এর মধ্যে ৫টি লাল কসটেপ ও ৬টি কালো কসটেপ দিয়ে মোড়ানো।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তি (ওসি) আব্দুল্লাহ্ আল মামুন বলেন, ঝিনুকমালা আবাসন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১১ টি ককটেল উদ্ধার করেছে যৌথবাহিনী। তবে আবাসন প্রকল্প এলাকায় ককটেলগুলো কীভাবে এসেছে সে বিষয়ে তদন্ত সাপেক্ষে বলা যাবে।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button