[ad_1]
ঝিনাইদহ সদর উপজেলার পাগলা কানাই ইউনিয়নের ঝিনুকমালা আবাসন প্রকল্পের কলাবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ১১টি ককটেল উদ্ধার করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার রাতে ককটেল গুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ককটেল ঝিনাইদহ সদর থানা পুলিশের হেফাজতে রয়েছে।
স্থানীয়রা জানায়, ঝিনুকমালা আবাসনের মসজিদের পাশে কলাবাগানে একটি বাজারের ব্যাগ দেখে সন্দেহ হয় স্থানীয়দের। সাথে সাথেই তারা যৌথ বাহিনীকে খবর দেন। পরে সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা ওই ব্যাগ থেকে ১১টি ককটেল উদ্ধার করে।
ঝিনাইদহ সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মনোজ কুমার ঘোষ জানান, ঝিনুকমালা আবাসন থেকে উদ্ধার করা ১১ ককটেল থানা হেফাজতে রাখা হয়েছে। এর মধ্যে ৫টি লাল কসটেপ ও ৬টি কালো কসটেপ দিয়ে মোড়ানো।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তি (ওসি) আব্দুল্লাহ্ আল মামুন বলেন, ঝিনুকমালা আবাসন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১১ টি ককটেল উদ্ধার করেছে যৌথবাহিনী। তবে আবাসন প্রকল্প এলাকায় ককটেলগুলো কীভাবে এসেছে সে বিষয়ে তদন্ত সাপেক্ষে বলা যাবে।
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]