শিরোনাম

মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে, একই পরিবারের ৬ জন নিহত

মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে, একই পরিবারের ৬ জন নিহত

প্রবাস থেকে বাড়ি ফেরার পথে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে একই পরিবারের নারী ও শিশুসহ ৬ জন নিহত হয়েছে।

আজ বুধবার ভোরে চৌমুহনী-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের জগদীশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে পুলিশ বা ফায়ার সার্ভিস কারও পরিচয় নিশ্চিত করতে পারেননি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, লক্ষ্মীপুরের হাজিরপাড়া ইউনিয়নের চৌপল্লি গ্রামের ওমান প্রবাসী বাহার উদ্দিন স্বজনদের নিয়ে একটি মাইক্রোবাস যোগে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন। ভোরে মাইক্রোবাসটি চৌমুহনী-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের জগদীশপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খালে পড়ে যায়। বাহারের স্ত্রী কবিতা ও মেয়ে মিমসহ ৬ জন ঘটনাস্থলেই নিহত হয়।

হতাহতদের উদ্ধার করে নোয়াখালী ও লক্ষ্মীপুরের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button