শিরোনাম

গাইবান্ধায় হাত-পা শিকল দিয়ে বাঁধা অবস্থায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

গাইবান্ধায় হাত-পা শিকল দিয়ে বাঁধা অবস্থায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় হাত ও পায়ে শিকল দিয়ে বাঁধা অবস্থায় এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (২ আগস্ট) সকালে উপজেলার কামারদহ ইউনিয়নের বেতগাড়া রাঙ্গার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত যুবকের নাম পায়েল (২৩)। তিনি কামারদহ ইউনিয়নের বেতগাড়া রাঙ্গার মোড় এলাকার আত্তাব আলীর ছেলে।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, প্রতিদিনের মতো পায়েল গতকাল রাতে তাঁর ঘরে ঘুমায়। সকালে ডাকাডাকি করার পরও কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের লোকজন দরজা ভেঙে তাঁর ঝুলন্ত লাশ দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে তাঁর লাশ উদ্ধার করে। যুবকের পরিবারের দাবি, পায়েল মাদকাসক্ত ছিলেন এবং এলাকায় মাঝেমধ্যে চুরি করতেন। এ জন্য তাঁর হাত ও পায়ে শিকল লাগানো হয়েছিল।

স্থানীয় লোকজন বলছেন, হাত ও পায়ে শিকল দিয়ে বাঁধা অবস্থায় ওই যুবক কীভাবে এমনভাবে মারা যেতে পারেন তা রহস্যজনক।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, পায়েলের পরিবারের ভাষ্যমতে, তিনি আত্মহত্যা করেছেন। তবে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য তাঁর লাশ উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button