শিরোনাম
মহাপরিচালক ছাড়া নেই আর কোনো কর্মকর্তাইতালির মর্যাদাপূর্ণ চিভিতেলা রানিয়েরি ফেলোশিপ পেলেন কথাসাহিত্যিক মশিউল আলমফেসবুক পোস্টের জেরে আড়াইহাজারে ২ ইউপি সদস্যের বাড়িতে হামলা, লুটপাটচাঁপাইনবাবগঞ্জে দিনে দোকানে চুরিভারত-যুক্তরাজ্য শুল্কমুক্ত বাণিজ্য চুক্তির আড়ালেপাকিস্তান সেনাবাহিনীর হাতে চীনের তৈরি অত্যাধুনিক মাল্টিরোল অ্যাটাক হেলিকপ্টার জেট-১০টাঙ্গাইলে চাঁদা দাবির অভিযোগে বিএনপির গ্রেপ্তার হওয়া ৩ নেতা বহিষ্কারবিদ্যুতায়িত ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়েরওতারেক রহমান রাজনৈতিকভাবে অপ্রতিরোধ্য: ব্যারিস্টার হেলালপাকিস্তানের সামরিক বহরে অ্যাটাক হেলিকপ্টার, ঘুরে দেখলেন আসিম মুনির

৩ লাখ টাকা মুক্তিপণে ছাড়া পায় অপহৃত শিশু বাপ্পি

৩ লাখ টাকা মুক্তিপণে ছাড়া পায় অপহৃত শিশু বাপ্পি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রাঙ্গাঝিরি এলাকা থেকে অপহৃত সাত বছরের শিশু মো. বাপ্পিকে মুক্তিপণের টাকায় ছেড়ে দিয়েছে অপহরণকারীরা। শিশুটির পরিবারের দাবি, ৩ লাখ টাকা দেওয়ার পর গত শুক্রবার রাতে বাপ্পিকে ছেড়ে দেওয়া হয়।

জানা গেছে, গত ২৯ জুলাই রাতের কোনো এক সময়ে নিজ বাড়ি থেকে শিশু বাপ্পিকে অপহরণ করা হয়। এরপর অপহরণকারীরা তার পরিবারের কাছে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

কয়েক দিনের উৎকণ্ঠার পর ১ আগস্ট রাত ৮টার দিকে মুক্তিপণের টাকা দেওয়া হলে শিশুটিকে অক্ষত অবস্থায় ছেড়ে দেওয়া হয়। বিষয়টি প্রকাশ পায় রাত ১১টার দিকে। বাইশারী ইউনিয়ন পরিষদের সদস্য মো. শাহাবুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

অপহরণের ঘটনা সামনে আসার পর থেকে যৌথভাবে অভিযান শুরু করে পুলিশ, র‍্যাব ও বিজিবি। প্রশাসনের দাবি, যৌথ বাহিনীর কৌশলী তৎপরতায় অপহরণকারীরা চাপে পড়ে শিশুটিকে ছেড়ে দিতে বাধ্য হয়।

এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরলেও কারা এই অপহরণের সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানা গেছে।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button