২২ দিনের মাথায় শিবচর থানার ওসিকে প্রত্যাহার


মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহার আলীকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। যোগদানের ২২ দিনের মাথায় আজ শুক্রবার তাঁকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে মাদারীপুরের পুলিশ সুপার মো. নাঈমুল হাছান আজকের পত্রিকাকে বলেন, প্রশাসনিক কারণে শিবচর থানার ওসিকে ক্লোজড করা হয়েছে।
এর আগে গত ৯ জুলাই শিবচর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগ দেন আজহার আলী সুমন। শৃঙ্খলাভঙ্গের দায়ে আজ তাঁকে শিবচর থানা থেকে প্রত্যাহার করা হয়। তবে সুনির্দিষ্ট কোন অভিযোগের ভিত্তিতে তাঁকে প্রত্যাহার করা হয়েছে, তা জানা যায়নি।