শিরোনাম

সেপটিক ট্যাংক থেকে মানি ব্যাগ তুলতে গিয়ে যুবকের মৃত্যু

সেপটিক ট্যাংক থেকে মানি ব্যাগ তুলতে গিয়ে যুবকের মৃত্যু

মৌলভীবাজারের জুড়ীতে সেপটিক ট্যাংক থেকে মানি ব্যাগ তুলতে গিয়ে সুহেল আহমদ (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

এ সময় সোহেলের ছোট ভাই ইমন উদ্দিনও অচেতন হয়ে পড়েন। তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গতকাল বুধবার (৩০ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের ডোমাবাড়ী গ্রামে এ ঘটনাটি ঘটে।

সুহেল আহমদ ডোমাবাড়ী গ্রামের মজমিল আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সুহেল আহমদের মানিব্যাগ একটি সেপটিক ট্যাংকে পড়ে যায়। পরে মানিব্যাগ তুলতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে সোহেল অচেতন হয়ে পড়লে তাকে উদ্ধারের জন্য ছোট ভাই ইমন ট্যাংকে নামলে তিনিও গ্যাসে আক্রান্ত হয়ে অচেতন হন।

পরে ফায়ার সার্ভিসের সহায়তায় এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোহেল আহমদকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত ইমন উদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ বলেন, অতিরিক্ত গ্যাসে সুহেল আহমদের মৃত্যু হয়েছে।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button