শিরোনাম

হাওরে মাছ ধরার সময় বিদ্যুতায়িত হয়ে তরুণের মৃত্যু

হাওরে মাছ ধরার সময় বিদ্যুতায়িত হয়ে তরুণের মৃত্যু

সুনামগঞ্জের জগন্নাথপুরে বাবার সঙ্গে হাওরে মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে রাকিব আলী (১৮) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বেতাউকা নৌঘাট এলাকার নলুয়ার হাওরে এ ঘটনা ঘটে।

রাকিব আলী বেতাউকা গ্রামের অনর মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে ওই তরুণ তার বাবার সাথে নৌকা যোগে হাওরে মাছ ধরতে যায়। মাছ ধরাকালীন অসাবধানতা বসত বিদ্যুতের তারের স্পর্শে সে নৌকা থেকে পানিতে পড়ে যায়। পরে তার বাবা ও স্থানীয়রা খোঁজাখুজি করে ওই তরুণের মৃত দেহ উদ্ধার করে।

নিহতের চাচাত ভাই জুয়েল মিয়া বলেন, পল্লীবিদ্যুতের তারের স্পর্শে রাকিবের দেহের বিভিন্ন অংশ পুড়ে গেছে। হাওরে পানি বাড়লে বিদ্যুতের তারে প্রায়ই এমন ঘটনা ঘটে।

এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button