শিরোনাম
ভবিষ্যৎ সরকারকে ‘জুলাই সনদ’ মেনেই চলতে হবে: জামায়াতরাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে আটক সেনা কর্মকর্তা, তদন্তে আদালত গঠন: আইএসপিআর‘তাকে কয়েক মিনিটের জনপ্রিয়তা উপভোগ করতে দাও’, অভিযোগের জবাবে বললেন বিজয়অনাহারে ৯০ শিশুর মৃত্যুর পর গাজা সফরে যাচ্ছেন মার্কিন দূতপাল্টা শুল্ক প্রতিযোগীদের সমান এটাই স্বস্তির: বিজিএমইএ সভাপতিভারত ম্যাচে পাকিস্তানের জার্সি পরা দর্শক ঢুকতে না দেওয়ায় দুঃখ প্রকাশ‘সমন্বয়ক’ পরিচয়ে গুলশানে চাঁদাবাজি, গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতা জানে আলম গ্রেপ্তারএকদিনে এনবিআরের ৪৯ কর্মকর্তাকে বদলিশাপলা বিলে ঘুরতে গিয়ে প্রাণ গেল দুজনেরবিবিসির প্রতিবেদন /বিশ্বজুড়ে শুল্ক আরোপ ট্রাম্পের সেই ‘জয়’, যার উচ্চমূল্য দিতে হবে সবাইকে

১৫ আগস্টের মধ্যে চাকসুর তফসিল ঘোষণা

১৫ আগস্টের মধ্যে চাকসুর তফসিল ঘোষণা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের তফসিল ১৫ আগস্টের মধ্যে ঘোষণা করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর মাধ্যমে দীর্ঘ ৩৬ বছর পর এ নির্বাচন আলোর মুখ দেখতে যাচ্ছে। আজ বুধবার চাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। অন্যদিকে চাকসু নির্বাচনের দাবিতে বারবার প্রশাসনের কাছে দাবি জানিয়ে আসছে শাখা ছাত্রশিবিরসহ অন্য রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো।

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অধিকার আদায়ের একমাত্র প্ল্যাটফর্ম ছাত্র সংসদ। এটি শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, শিক্ষার্থীদের জন্য এই নির্বাচন তাঁদের গণতান্ত্রিক অধিকার। যেখানে তাঁরা নিজেদের মতামত ও চাহিদা প্রশাসনের কাছে খুব সহজেই তুলে ধরতে পারেন। এর মাধ্যমে নেতৃত্বের বিকাশ ঘটে। তবে বিশ্ববিদ্যালয়গুলোতে যুগের পর যুগ ধরে বন্ধ রয়েছে এই নির্বাচন। সবশেষ ২০১৯ সালের ১১ মার্চ অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন, সেটিও অনুষ্ঠিত হয় ২৮ বছর পর। অন্যদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ৩৫ বছর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ৩৩ বছর এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ৩৬ বছর ধরে অচল।

২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থান-পরবর্তী সময়ে এই নির্বাচন এবার আলোর মুখ দেখতে যাচ্ছে। দেশের চারটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের মধ্যে আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু, ১১ সেপ্টেম্বর জাকসু ও ১৫ সেপ্টেম্বর রাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে চাকসু নির্বাচন নিয়ে ছাত্রসংগঠনগুলো বারবার আন্দোলন করলেও এখন পর্যন্ত তফসিল ঘোষণা করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। এবার অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমন্বয় করতে আগামী ১৫ দিনের মধ্যে তফসিল ঘোষণার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন, আগামী ১ আগস্ট সিন্ডিকেট সভায় চাকসু নির্বাচনের পূর্ণাঙ্গ নীতিমালা উপস্থাপন করা হবে এবং সেখানে এটি অনুমোদন দেওয়া হবে। অনুমোদন পেলে চাকসু নির্বাচনের জন্য যে কমিটি করা হয়েছে, তারা দ্রুতই একটি রোডম্যাপ ঘোষণা করবে। আশা করি, আগামী ১৫ দিনের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। এ ছাড়া সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন করার পরিকল্পনা রয়েছে প্রশাসনের।

১৯৬৬ সালে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথম দিকে এবং ১৯৭০ থেকে ১৯৭৩ সাল পর্যন্ত নিয়মিতভাবেই তিনবার ছাত্র সংসদ নির্বাচন হয়। এরপর ১৯৮০ ও ১৯৮১ সালে পরপর আবার দুবার চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সবশেষ ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছিল ষষ্ঠ চাকসু নির্বাচন। নির্বাচনের প্রায় ১১ মাস পর ছাত্রনেতা ফারুকুজ্জামান হত্যার শিকার হলে তৎকালীন বিশ্ববিদ্যালয় প্রশাসন চাকসু বন্ধ করে দেয়। এরপর আর ছাত্র সংসদ নির্বাচন দেখেননি শিক্ষার্থীরা। কেটে গেছে ৩৫ বছর ৫ মাসের বেশি সময়। বিশ্ববিদ্যালয়গুলোতে লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতির কারণেই দীর্ঘ সময় ছাত্র সংসদ নির্বাচন সম্ভব হয়নি বলে মনে করেন সংশ্লিষ্টরা।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button