শিরোনাম
ভারত ম্যাচে পাকিস্তানের জার্সি পরা দর্শক ঢুকতে না দেওয়ায় দুঃখ প্রকাশ‘সমন্বয়ক’ পরিচয়ে গুলশানে চাঁদাবাজি, গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতা জানে আলম গ্রেপ্তারএকদিনে এনবিআরের ৪৯ কর্মকর্তাকে বদলিশাপলা বিলে ঘুরতে গিয়ে প্রাণ গেল দুজনেরবিবিসির প্রতিবেদন /বিশ্বজুড়ে শুল্ক আরোপ ট্রাম্পের সেই ‘জয়’, যার উচ্চমূল্য দিতে হবে সবাইকেনজরুল বিশ্ববিদ্যালয়ের ছাদ ধসের ঘটনা তদন্তে ইউজিসির কমিটিভারত-ইংল্যান্ডের খেলা দেখবেন কোথায়প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিল অনুমোদনে ঘুষ দাবির অভিযোগআ.লীগ নেতাকে বাড়িতে লুকানোর সুযোগ দিয়ে বহিষ্কার হলেন তাঁতী দলের সভাপতিশিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

অতিরিক্ত পুলিশ সুপার নাজমুলের বিরুদ্ধে দুদকের মামলা

অতিরিক্ত পুলিশ সুপার নাজমুলের বিরুদ্ধে দুদকের মামলা

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান ফিরোজের নামে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। নাজমুল ছাড়াও তাঁর মা, ছোট ভাই শ্বশুরসহ পাঁচজনের সম্পদের বিষয়ে নোটিশ জারি করেছে দুদক।

আজ বুধবার (৩০ জুলাই) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেন।

এজাহার থেকে জানা যায়, দুদকের দায়ের করা মামলায় বরখাস্ত হওয়া এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ১ কোটি ৭৫ লাখ ৪০ হাজার ৯২০ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

দুদক জানায়, সংস্থাটির অনুসন্ধানে নাজমুলের মা নাজমা বেগমের স্থাবর-অস্থাবর সম্পদের পরিমাণ ৭ কোটি ৯৩ লাখ ৪১ হাজার টাকা এবং তাঁর নামে ৬৫ কোটি ৮০ হাজার ১০৭ টাকার ব্যাংক লেনদেনের তথ্য পাওয়া গেছে।

একইভাবে, নাজমুলের ছোট ভাই মো. এনামুল হোসেনের স্থাবর-অস্থাবর সম্পদের পরিমাণ ৮ কোটি ৪২ লাখ ৭৬ হাজার টাকা এবং তাঁর ব্যাংক লেনদেনের পরিমাণ ৮৩ কোটি ৩৩ লাখ ২৩ হাজার ৩১৬ টাকা।

নাজমুলের মামাতো ভাই নিজাম উদ্দিন পান্নার নামে রয়েছে ৭০ লাখ ৮০ হাজার টাকার স্থাবর-অস্থাবর সম্পদ এবং ২৬ কোটি ৩১ লাখ ৯৯ হাজার ৮১৫ টাকার ব্যাংক লেনদেন।

অন্যদিকে, নাজমুলের শ্বশুর এ কে এম ছায়াদাত হোসেন বকুলের স্থাবর-অস্থাবর সম্পদের পরিমাণ ৬ কোটি ২২ লাখ টাকা এবং ব্যাংক লেনদেন ৬৬ কোটি ১৫ লাখ ১০ হাজার ৯০৮ টাকা।

শ্বশুরের ব্যবসায়িক অংশীদার মো. মোস্তফা খানের স্থাবর-অস্থাবর সম্পদের পরিমাণ ৪ কোটি টাকা এবং তাঁর ব্যাংক লেনদেন ১২০ কোটি ৬৩ লাখ ৭৩ হাজার ৮১৮ টাকা।

দুদক সূত্র জানায়, নাজমুল হাসানের পরিবারের পাঁচ সদস্য ও আত্মীয়ের বিরুদ্ধে সম্পদ বিবরণী নোটিশ জারি করা হয়েছে। তারা প্রত্যেকেই নাজমুলের অর্জিত সম্পদ ভোগদখলে রেখেছেন এবং তাঁদের ব্যাংক লেনদেন অস্বাভাবিক বলে মনে হচ্ছে।

গত ১০ মার্চ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের পল্লবী জোনের অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান ফিরোজ ও তাঁর স্ত্রী সাদিয়া আইনুন নিশাতের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button