শিরোনাম
এক্সপ্রেসওয়েতে থেমে থাকা বাসের পেছনে ট্রাকের ধাক্কা, নিহত ১সিদ্ধিরগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১জুমার দিনের গুরুত্ব, তাৎপর্য ও আমলচট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ১৪ জনের চাকরির সুযোগশুল্ক হ্রাসের পাশাপাশি বিশ্বের বৃহত্তম ভোক্তা বাজারে প্রবেশের নতুন পথ খুলে গিয়েছে: খলিলুর রহমানঢাকায় আজও অব্যাহত থাকতে পারে বৃষ্টি-বজ্রপাতউপকারভোগীদের ভাতার চাল ছিনিয়ে নিলেন বিএনপির কর্মীরাউল্টো পথে মোটরসাইকেল, ট্রাকচাপায় ছাত্রদল নেতা নিহতযুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি অর্জন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিজয়: প্রধান উপদেষ্টাএকদিনের ব্যবধানে ঢাকার বায়ুমানে ব্যাপক অবনতি

নওগাঁয় সড়কে আলু ফেলে মানববন্ধন

নওগাঁয় সড়কে আলু ফেলে মানববন্ধন

ধান-গমের মতো আলুরও সরকার-নির্ধারিত মূল্য চেয়ে নওগাঁয় মানববন্ধন করেছেন চাষিরা। আজ বুধবার বেলা ১১টায় সদর উপজেলা পরিষদের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন তাঁরা। এ সময় ক্ষোভ জানিয়ে অনেক কৃষক হাতে থাকা আলু রাস্তায় ছুড়ে ফেলেন।

নওগাঁ, বগুড়া ও জয়পুরহাটের বিভিন্ন এলাকার কৃষক ও আলু ব্যবসায়ী পরিবারের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, বর্তমানে বাজারে আলুর দাম উৎপাদন খরচের অর্ধেকেরও কম। এক কেজি আলুতে লোকসান হচ্ছে ১৭-১৮ টাকা। ব্যাংক ও এনজিও থেকে ঋণ করে চাষ করা আলুর এভাবে দাম না পেয়ে কৃষকেরা এখন পড়েছেন চরম বিপাকে। সরকার যদি দ্রুত আলুর ন্যায্যমূল্য নির্ধারণ না করে, তাহলে তাঁরা আরও বড় আন্দোলনের পথে হাঁটবেন বলেও জানান।

সরকারিভাবে আলুর দাম নির্ধারণ চেয়ে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা
সরকারিভাবে আলুর দাম নির্ধারণ চেয়ে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

চকবাড়িয়া গ্রামের কৃষক আব্দুল জলিল বলেন, ‘সার আর ফসফেটের দাম বেশি, চাষের শুরু থেকেই খরচ বাড়তি। আলুর দাম উঠছেই না। ধান-চালের মতো আলুরও সরকার-নির্ধারিত মূল্য চাই।’

বক্তারপুরের কৃষক বুলবুল ইসলাম বলেন, ‘এক মণ আলু চাষে খরচ হয়েছে ১২০০ থেকে ১৩০০ টাকা। এখন সেই আলু বিক্রি করতে হচ্ছে ৫০০-৬০০ টাকায়। হিমাগারেও খরচ বেশি নিচ্ছে। আমরা কোথায় যাব? সরকার যদি এগিয়ে না আসে, আমরা ধ্বংস হয়ে যাব।’

কৃষক সাইফুল আলম বলেন, ‘গরু বিক্রি আর এনজিও থেকে ঋণ নিয়ে আলু চাষ করেছি। এখন বাজারে দাম নেই। হিমাগারে রাখতেও প্রতি কেজিতে আগের চেয়ে ৪ টাকা বেশি নিচ্ছে। সব মিলিয়ে প্রতি কেজি আলুতে খরচ হচ্ছে ২৫-২৬ টাকা। অথচ পাইকারি বাজারে সেই আলু বিক্রি হচ্ছে ১১-১২ টাকায়।’

এ বিষয়ে নওগাঁ কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তা সোহাগ সরকার বলেন, এ বছর আলুর উৎপাদন চাহিদার তুলনায় অনেক বেশি হয়েছে। ফলে দাম কমেছে। এই সময়ে অন্যান্য সবজি বেশি থাকায় আলুর চাহিদা কম থাকে। তবে সরকার টিসিবি বা ওএমএসের মাধ্যমে আলু বিক্রির সিদ্ধান্ত নিচ্ছে।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button