শিরোনাম
শুল্ক হ্রাসের পাশাপাশি বিশ্বের বৃহত্তম ভোক্তা বাজারে প্রবেশের নতুন পথ খুলে গিয়েছে: খলিলুর রহমানঢাকায় আজও অব্যাহত থাকতে পারে বৃষ্টি-বজ্রপাতউপকারভোগীদের ভাতার চাল ছিনিয়ে নিলেন বিএনপির কর্মীরাউল্টো পথে মোটরসাইকেল, ট্রাকচাপায় ছাত্রদল নেতা নিহতযুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি অর্জন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিজয়: প্রধান উপদেষ্টাএকদিনের ব্যবধানে ঢাকার বায়ুমানে ব্যাপক অবনতিবেসরকারি উন্নয়ন সংস্থায় চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতাঅফিসার পদে কর্মী নেবে ইস্টার্ন ব্যাংক, বেতন ৩১ হাজার টাকাবিদ্যালয়ের মাঠে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরাসোশ্যাল মিডিয়ায় বিবাদে জড়ালেন বাঁধন ও সাবা

সাভারে ছুরিকাঘাতে যুবককে হত্যার অভিযোগ

সাভারে ছুরিকাঘাতে যুবককে হত্যার অভিযোগ

Ajker Patrika

সাভারে ছুরিকাঘাতে যুবককে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, সাভার

প্রকাশ : ৩০ জুলাই ২০২৫, ১৭: ০১

Photo

প্রতীকী ছবি

ঢাকার সাভারে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহতের সঙ্গে থাকা পরিচয়পত্র অনুযায়ী তাঁর নাম শারুখ হাসান রাসেল (৩০)। তিনি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নাখারগঞ্জ গ্রামের শহীদ আলীর ছেলে।

পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১১টার পর কোনো একসময় ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের উলাইল সেতুর ওপরে কেউ তাঁকে ছুরিকাঘাত করে। সেখানে পড়ে থাকতে দেখে পথচারীরা রাতেই তাঁকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সাভার থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সামাদ মল্লিক আজকের পত্রিকাকে বলেন, মঙ্গলবার রাতে উলাইল সেতুতে ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। তবে কারা তাঁকে হত্যা করেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে হাসপাতাল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। কাছে থাকা পরিচয়পত্র অনুযায়ী তাঁর নাম শারুখ হাসান রাসেল। তবে তাঁর প্রকৃত পরিচয় ও স্বজনদের খোঁজ জানতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কাজ করছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর মামলা রুজু করা হবে।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button