শিরোনাম

এনসিপির সমাবেশে স্কুলছাত্রদের জোর করে নেওয়ার প্রতিবাদে বিক্ষোভ

এনসিপির সমাবেশে স্কুলছাত্রদের জোর করে নেওয়ার প্রতিবাদে বিক্ষোভ

টাঙ্গাইলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রার সমাবেশে বিন্দুবাসিনী সরকারি বালক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জোর করে নিয়ে যাওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।

আজ বুধবার দুপুরে বিন্দুবাসিনীর বর্তমান ও সাবেক শিক্ষার্থী এবং বিন্দুবাসিনী পরিবারের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এ সময় বিভিন্ন স্লোগান দেয় বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা।

সমাবেশে বক্তব্য দেয় বর্তমান শিক্ষার্থী সাইফুল বারী, প্রাক্তন শিক্ষার্থী তানজিল আহমেদ, সজিব আহমেদ প্রমুখ। বক্তারা বলে, এনসিপির নেতারা গতকাল মঙ্গলবার পাঠদান চলাকালে বিন্দুবাসিনী সরকারি বালক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে প্রবেশ করেন। তাঁরা অরাজনৈতিক কথা বলে শিক্ষকদের অনুমতি ছাড়াই শিক্ষার্থীদের এনসিপির সমাবেশে যেতে বাধ্য করেন। তখন নেতাদের সঙ্গে শিক্ষকদের কথা-কাটাকাটি হয়। পরে বাধ্য হয়ে প্রতিষ্ঠানে ছুটি দেওয়া হয়।

যাঁরা শিক্ষার্থীদের রাজনৈতিক অনুষ্ঠানে যেতে বাধ্য করেছেন, তাঁদের শাস্তির দাবি করে বক্তারা। একই সঙ্গে ঘটনায় জড়িত ব্যক্তিদের জনসম্মুখে ক্ষমা চাওয়ার আহ্বান জানায়। তা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মাসুদুর রহমান রাসেল বলেন, ‘আমি এ নিয়ে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ করছি। আমরা তাদের বলেছি, ভবিষ্যতে এনসিপির কোনো প্রোগ্রামে তাদের আনা হবে না।’

উল্লেখ, গতকাল সকালে শহরের শামছুল হক তোরণ থেকে জুলাই পদযাত্রা বের হয়। পদযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরের নিরালা মোড়ে পথসমাবেশে মিলিত হয়।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button