শিরোনাম
সাবেক এমপি নূরের বিরুদ্ধে হত্যা মামলা, এক যুগ পর লাশ উত্তোলনবিএডিসি সার গুদামে আধিপত্য নিয়ে সংঘর্ষে আহত ১০পর্যটকদের জন্য দ্বার খুলে দিচ্ছে বিশ্বের অন্যতম নিঃসঙ্গ একটি দেশতাঁতী দলের নেতার বাড়িতে ৭ মাস ধরে পালিয়ে আ.লীগ নেতা৩০ দিনে রেমিট্যান্স এসেছে ২৩৭ কোটি ডলারবিশ্ব রেকর্ড গড়ার পর সোনাও জিতলেন ‘ম্যাজিক’ মারশাঁঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন ৪ আগস্টভোটের অনুপাতে উচ্চকক্ষ গঠিত হলে কেউ ফ্যাসিবাদী হয়ে উঠতে পারবে না: শাকিল উজ্জামানরানআউট হওয়ার আগে ৪৬ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন গিলশাহজিবাজার গ্রিডে আগুন, হবিগঞ্জের অনেক এলাকা বিদ্যুৎহীন

রাঙামাটিতে আনসার পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক আটক

রাঙামাটিতে আনসার পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক আটক

Ajker Patrika

রাঙামাটিতে আনসার পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক আটক

রাঙামাটি প্রতিনিধি 

প্রকাশ : ৩০ জুলাই ২০২৫, ১০: ৪২

Photo

রাঙামাটিতে আনসার বাহিনীর পোশাক পরে ফেসবুকে ছবি পোস্ট করে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে আটক রুবেল চাকমা। ছবি: সংগৃহীত

রাঙামাটিতে আনসার সদস্য পরিচয়ে চাকরির দেওয়ার নামে টাকা নিয়ে প্রতারণার অভিযোগে রুবেল চাকমা (২৫) নামের এক যুবককে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে তাঁকে আটক করা হয়। তিনি আনসার বাহিনী, পুলিশ, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের পোশাক গায়ে দিয়ে ছবি তুলে চাকরি দেওয়ার নামে বিভিন্নজনের কাছ থেকে টাকা নিতেন।

রুবেল চাকমা রাঙামাটির বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়নের হাতিয়াছড়া গ্রামের বাসিন্দা অনিল কুমার চাকমার ছেলে বলে জানা গেছে।

আনসার ব্যাটালিয়নের জেলা কমান্ড্যান্ট মো. আনোয়ার হোসেনের নির্দেশনায় জেলা সার্কেল অ্যাডজুট্যান্ট আনোয়ার জাহেদের নেতৃত্বে অভিযান চালিয়ে রুবেলকে আটক হয়।

আনোয়ার হোসেন জানান, রাঙামাটি জেলা শহরের আমানতবাগ এলাকা থেকে গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে রুবেল চাকমাকে আটক করেছে জেলা আনসার ব্যাটালিয়ন। তিনি চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন এলাকায় অবস্থানকালে আনসার ব্যাটালিয়নের ইউনিফর্ম পরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে বিভিন্ন পোস্ট দিতেন। সেখানে তিনি আনসারে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে আগ্রহী প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করতেন।

আনোয়ার হোসেন বলেন, তাঁর এমন প্রলোভনমূলক পোস্টে প্রভাবিত হয়ে রাঙামাটি সদর এলাকার শান্তু চাকমা, বিপলন চাকমা ও বাচ্চুমনি চাকমা নামের তিনজন তাঁর সঙ্গে যোগাযোগ করেন। পরে তাঁরা তাঁকে মোট সাড়ে ৫ লাখ টাকা দেন। কিন্তু চাকরি না পেয়ে প্রতারণার শিকার ভুক্তভোগীরা বিষয়টি সংশ্লিষ্ট সংস্থাকে অবহিত করেন।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button