শিরোনাম

ক্যাটি পেরির সঙ্গে ডিনার ডেটে জাস্টিন ট্রুডো, সম্পর্কের গুঞ্জন

ক্যাটি পেরির সঙ্গে ডিনার ডেটে জাস্টিন ট্রুডো, সম্পর্কের গুঞ্জন

পপ তারকা ক্যাটি পেরির সঙ্গে মন্ট্রিয়েলের একটি বিলাসবহুল রেস্তোরাঁয় ডিনার ডেটে দেখা গেছে কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে। মার্কিন ট্যাবলয়েড টিএমজেড মঙ্গলবার রাতে চাঞ্চল্যকর এই খবর প্রকাশ করেছে।

টিএমজেড-এর হাতে আসা ছবিতে দেখা গেছে, ৪০ বছর বয়সী ‘ডার্ক হর্স’ গায়িকা এবং ৫৩ বছর বয়সী ট্রুডো মন্ট্রিয়েলের অভিজাত রেস্তোরাঁ ল্য ভিয়লোঁ-তে একসঙ্গে ডিনার করছেন। পেরি ট্রুডোর দিকে ঝুঁকে গভীর আলাপচারিতায় মগ্ন।

এক প্রত্যক্ষদর্শীর বরাতে টিএমজেড জানায়, নিরাপত্তারক্ষীদের নজরদারিতে থাকা এই যুগল ককটেল পান করেন এবং একাধিক পদ ভাগাভাগি করে খান, যার মধ্যে লবস্টারও ছিল।

প্রতিবেদনে আরও বলা হয়েছে—একপর্যায়ে রেস্তোরাঁর শেফ গিয়ে পেরি ও ট্রুডোর সঙ্গে কথা বলেন এবং খাবার শেষে তাঁরা রান্নাঘরে গিয়ে স্টাফদের ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানান।

এদিকে বিষয়টি নিয়ে পেরি ও ট্রুডোর প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল আরেক ট্যাবলয়েড ‘পেজ সিক্স’। কিন্তু তাঁরা তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি।

ক্যাটি পেরি বর্তমানে কানাডা সফরে আছেন। স্থানীয় সময় মঙ্গলবার রাতে তাঁর একটি কনসার্ট রয়েছে অটোয়ায় এবং আগামীকাল বুধবার মন্ট্রিয়েলে আরও একটি শো করবেন তিনি।

চলতি মাসের শুরুর দিকে পেরি এবং ‘পাইরেটস অব ক্যারিবিয়ান’ অভিনেতা অরল্যান্ডো ব্লুম একটি যৌথ বিবৃতিতে ১০ বছরের সম্পর্কের ইতি টানার ঘোষণা দেন। বিবৃতির কয়েক দিন পর তাঁদের ৪ বছরের কন্যা ডেইজি ডাভ সহ একটি পারিবারিক ছবিতে দুজনকে একসঙ্গে দেখা গিয়েছিল। তবে কিছুদিন আগেই ইতালির একটি রিসোর্ট উদ্বোধন করতে গিয়ে ক্যাটি ও ব্লুমকে কিছুটা চাপা উত্তেজনার মধ্যে দেখা গিয়েছিল।

টিএমজেড–এর ফাঁস করা ছবিতে জাস্টিন ট্রুডো ও ক্যাটি পেরি
টিএমজেড–এর ফাঁস করা ছবিতে জাস্টিন ট্রুডো ও ক্যাটি পেরি

২০১৬ সালে ক্যাটি ও ব্লুমের সম্পর্কে সূচনা হলেও ২০১৭ সালের মার্চেই তাঁরা আলাদা হয়ে গিয়েছিলেন। পরবর্তীতে ২০১৮ সালের শুরুর দিকে মালদ্বীপ সফরে গিয়ে তাঁদের সম্পর্ক আবার জোড়া লাগে। পরে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে তাঁরা বাগদান করেন এবং ২০২০ সালের আগস্টে কন্যাসন্তান ডেইজি ডাভের জন্ম হয়।

এদিকে, জাস্টিন ট্রুডো এবং তাঁর স্ত্রী সোফি গ্রেগোয়ার ট্রুডো ২০২৩ সালে ১৮ বছরের দাম্পত্যের ইতি টানার ঘোষণা দেন। এই দম্পতির তিন সন্তান রয়েছে—জ্যাভিয়ার (১৭), এলা-গ্রেস (১৬) এবং হ্যাড্রিয়েন (১১)।

‘পেজ সিক্স’ জানিয়েছে, এই সাক্ষাৎ ও নৈশভোজের কথা ফাঁস হতেই জল্পনা শুরু হয়েছে—দুজনের মধ্যে নতুন কোনো সম্পর্ক গড়ে উঠছে কি না, তা নিয়ে। তবে এখনো আনুষ্ঠানিকভাবে কেউ কিছু বলেননি।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button