শিরোনাম
ভারতের বিপক্ষে নামার আগেই সুখবর পেলেন ইংল্যান্ডের ক্রিকেটাররা৩৯ সংসদীয় আসনের সীমানায় পরিবর্তন এনে খসড়া চূড়ান্ত১০ দিনের রিমান্ড শেষে বিএসবির বাশার কারাগারেচাঁদপুরে চাচার কিল-ঘুষিতে ভাতিজার মৃত্যুর অভিযোগ, চাচী আটকগণপূর্তের ৫ প্রকৌশলী ও স্থাপত্য অধিদপ্তরের ১ স্থপতি বরখাস্তহোয়াটসঅ্যাপে এআই নিয়ে আপত্তি, মেটার বিরুদ্ধে তদন্তে ইতালিনান্দাইলে বন্ধুর বাসায় বন্ধু খুনইউক্রেনের সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৩ইতিহাসে ষষ্ঠ বৃহত্তম ভূমিকম্পে সুনামি পরিস্থিতি, সাবমেরিন কেবল ও ক্লাউড কি নিরাপদডিসি আসবেন বলে বিদ্যালয়ের মাঠে রাতারাতি হয়ে গেল রাস্তা

প্রেস কাউন্সিলের সদস্য হলেন মাহফুজ আনাম-নুরুল কবিরসহ ১২ জন

প্রেস কাউন্সিলের সদস্য হলেন মাহফুজ আনাম-নুরুল কবিরসহ ১২ জন

প্রেস কাউন্সিলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার তথ্য মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। নতুন কমিটিতে বিভিন্ন মহলের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, প্রেস কাউন্সিল আইন, ১৯৭৪-এর ৪ (১) এবং ৪ (২) উপ-ধারার বিধান অনুযায়ী গঠিত প্রেস কাউন্সিলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সরকারের গেজেট আকারে প্রকাশিত এই প্রজ্ঞাপনে বিভিন্ন সাংবাদিক সংগঠন, সম্পাদক পরিষদ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং বাংলাদেশ বার কাউন্সিলের প্রতিনিধিরা স্থান পেয়েছেন।

নতুন কমিটিতে যাদের অন্তর্ভুক্তি হয়েছে, তাঁরা হলেন:

সংবাদপত্র ও সাংবাদিক সংগঠন থেকে মনোনীত:

  • ওবায়দুর রহমান শাহীন (ভারপ্রাপ্ত সভাপতি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন)
  • দৌলত আকতার মালা (সভাপতি, ইকোনমিক রিপোর্টার্স ফোরাম)
  • মো. শহিদুল ইসলাম (সভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন)
  • মাহফুজ আনাম (সম্পাদক ও প্রকাশক, দি ডেইলি স্টার)
  • নুরুল কবির (সম্পাদক, দি নিউ এইজ)
  • দেওয়ান হানিফ মাহমুদ (প্রকাশক ও সম্পাদক, দৈনিক বণিক বার্তা)

সম্পাদক, প্রকাশক বা ব্যবস্থাপনা সমিতি কর্তৃক মনোনীত:

  • শামসুল হক জাহিদ (সম্পাদক, দি ফিন্যান্সিয়াল এক্সপ্রেস)
  • ডা. রমিজ উদ্দিন চৌধুরী (সম্পাদক, দৈনিক পূর্বকোণ)
  • আখতার হোসেন খান (উপদেষ্টা, নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ— নোয়াব)

প্রেস কাউন্সিল আইন, ১৯৭৪-এর ৪ (৩) (ঘ) অনুযায়ী মনোনীত প্রতিনিধি:

  • অধ্যাপক মোহাম্মদ আজম (মহাপরিচালক, বাংলা একাডেমি)

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক মনোনীত:

  • ড. মো. ফখরুল ইসলাম (সচিব, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন)

বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক মনোনীত:

  • জয়নুল আবেদীন(ভাইস-চেয়ারম্যান, বাংলাদেশ বার কাউন্সিল)

এই প্রজ্ঞাপন অনুযায়ী, প্রেস কাউন্সিল আইন, ১৯৭৪-এর ৪ (১) এবং ৪ (২) উপ-ধারার বিধান অনুযায়ী মনোনীত ব্যক্তিদের কার্যকাল হবে এই প্রজ্ঞাপন জারির তারিখ থেকে দুই বছর।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button