শিরোনাম
সেপটিক ট্যাংক থেকে মানি ব্যাগ তুলতে গিয়ে যুবকের মৃত্যুহাসিনা আমলের নির্যাতনের অবসান হলেও রাজনৈতিক প্রতিপক্ষ দমন, বিচারবহির্ভূত গ্রেপ্তার অব্যাহত: এইচআরডব্লিউক্যামেরাপার্সন নিয়োগ দেবে আজকের পত্রিকাহাসিনাসহ ২৮ জনের বিরুদ্ধে প্লট বরাদ্দে দুর্নীতির ছয় মামলার বিচার শুরুব্রাজিল ফুটবলপ্রধানের অফিস-বাসায় হঠাৎ পুলিশ কেনটিকটকে সন্তান ক্ষতিকর ভিডিও দেখছে? নিয়ন্ত্রণ করতে পারবেন অভিভাবকেরাইসনদ বাস্তবায়নের দায়িত্ব রাজনৈতিক দলগুলোর, প্রয়োজনে আবারও আলোচনায় বসবে কমিশন: আলী রীয়াজজামাতে নামাজ আদায়ের ৪ উপকারিতামির্জা ফখরুল ও সাদিক কায়েমের বিরুদ্ধে ‘মিথ্যাচার’ এবং সায়েরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ নাহিদেরবিলম্বিত ট্রেনে যেভাবে রাউলিংয়ে মাথায় আসে হ্যারি পটারের প্লট

চাঁদপুরে চাচার কিল-ঘুষিতে ভাতিজার মৃত্যুর অভিযোগ, চাচী আটক

চাঁদপুরে চাচার কিল-ঘুষিতে ভাতিজার মৃত্যুর অভিযোগ, চাচী আটক

Ajker Patrika

চাঁদপুরে চাচার কিল-ঘুষিতে ভাতিজার মৃত্যুর অভিযোগ, চাচী আটক

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ : ৩০ জুলাই ২০২৫, ১৬: ১২

Photo

ব্রাহ্মণচক গ্রামে স্থানীয়দের সঙ্গে কথা বলে পুলিশ। আজ বুধবার দুপুরে। ছবি: আজকের পত্রিকা

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এনজিওর কিস্তির টাকা পরিশোধ নিয়ে কলহের জেরে চাচা ফারুক সরকারের (৫২) মারধরে ভাতিজা মাইনুদ্দিন সরকারের মৃত্যু হয়েছে বলে অভিযোগ ওঠেছে। আজ বুধবার (৩০ জুলাই) সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ব্রাহ্মণচক গ্রামে সরকার বাড়ির সামনের রাস্তায় এ ঘটনা ঘটে। পুলিশ ফারুক সরকারের স্ত্রী মাফিয়া বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

নিহত মাইনুদ্দিন (৪৫) সরকার বাড়ির রুহুল আমিন সরকারের ছেলে। তিনি ইলেকট্রনিক্স সরঞ্জাম মেরামতের ব্যবসা করতেন।

স্থানীয়রা জানায়, মাইনুদ্দিন সরকারের ঋণের বই দিয়ে তার স্ত্রী মানসুরা বেগমের মাধ্যমে চাচা ফারুক সরকার একটি এনজিও থেকে কিস্তিতে ঋণ নিয়েছিলেন। কিন্তু তিনি নিয়মিত কিস্তি পরিশোধ করছিলেন না। আজ সকালে ব্রাহ্মণচক সড়কে কিস্তির টাকা পরিশোধ করতে ফারুককে চাপ দেন মাইনুদ্দিন। এ নিয়ে দুজনের মধ্যে বাগবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে ফারুকের কিল-ঘুষিতে মাইনুদ্দিন মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা মাইনুদ্দিনকে উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাইনুদ্দিনের স্ত্রী মানসুরা বেগম বলেন, ‘ফারুক ও তার স্ত্রী মাফিয়া বেগমের সাথে কিস্তির টাকা নিয়ে কয়েকদিন যাবৎ ঝামেলা চলছিল। ফারুক আমাদের বই দিয়ে কিস্তির টাকা তুলেছিল। এনজিও মাঠ কর্মীরা টাকার জন্য আমাদের চাপ দিচ্ছে। আজকে রাস্তায় ফারুকের সাথে দেখা হলে আমার স্বামী কিস্তির টাকা চায়। তখনই তার উপর আক্রমণ চালায় ফারুক। ঘটনাস্থলেই আমার স্বামী মারা যায়।’ তিনি বলেন, ‘এমন পরিস্থিতিতে আমি ছয় মেয়ে নিয়ে কোথায় যাব? আমি এই হত্যার বিচার চাই।’

হত্যাকাণ্ডের খবর পেয়ে আজ দুপুরে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) খাইরুল কবির ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মতলব উত্তর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, ‘ঘটনাটি খুবই দুঃখজনক। প্রাথমিকভাবে পারিবারিক ও আর্থিক বিরোধের কারণেই এই হত্যাকাণ্ড হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অভিযুক্ত ফারুক সরকারকে আটকের জন্য পুলিশের অভিযান চলছে এবং জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রীকে আটক করা হয়েছে।’ ওসি আরো বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।’



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button