শিরোনাম
ওয়াশিংটনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্ক নিয়ে বৈঠক চলছেকমিটি বিলুপ্তির পর বিএনপি নেতা গিয়াসের পদও স্থগিতচাঁদা নেওয়ার অভিযোগ, বেনাপোল বন্দরের ৪০ আনসারকে বদলিআবারও জলাবদ্ধতার শিকার ভবদহের ৪৫ গ্রাম, চীনের বিশেষজ্ঞ দলের পরিদর্শনবেনাপোল বন্দরে সহযোগিতার কথা বলে ক্যানসারে আক্রান্ত পাসপোর্টধারীর টাকা ছিনতাইরামেক হাসপাতালে ইআরসিপি স্যুট, জটিল চিকিৎসা মিলবে সহজেইঝালকাঠিতে ডেঙ্গু আক্রান্ত অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুকুলিয়ারচরে বিদ্যুতায়িত হয়ে দুই কৃষকের মৃত্যুবাড়ি বাড়ি গিয়ে সাহস জোগাচ্ছেন শিক্ষকেরাডায়ানার বিখ্যাত সেই টায়রা কেন মাথায় দেননি পুত্রবধূরা

বিগত ১০ বছর বিএনপি-জামায়াতের সঙ্গে যোগাযোগে বাধা দেওয়া হয়েছিল: চীনা রাষ্ট্রদূত

বিগত ১০ বছর বিএনপি-জামায়াতের সঙ্গে যোগাযোগে বাধা দেওয়া হয়েছিল: চীনা রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, ‘বিগত সরকারের শেষ ১০ বছরে বিএনপি ও জামায়াতে ইসলামীর সঙ্গে চীনের যোগাযোগে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছিল।’

আজ মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোমেটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) আয়োজিত ‘ডিকাব টক’ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

সম্প্রতি বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রতিনিধিদলের চীন সফর প্রসঙ্গে জানতে চাওয়া হলে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, ‘খোলাখুলিভাবে বললে, গত ১০ বছরে বিএনপি ও জামায়াতে ইসলামীর সঙ্গে যোগাযোগে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছিল। কিন্তু এখন সময় এসেছে, তাই তাঁরা পুনঃযোগাযোগ চালুর উদ্যোগ নিয়েছেন। তাঁরা এ ধরনের সফর বিনিময় ও যোগাযোগ পুনঃস্থাপন করতে চান।’

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হতে কীভাবে বাধা দেওয়া হতো—এমন প্রশ্নের জবাবে ইয়াও ওয়েন সরাসরি কিছু বলতে রাজি হননি। তবে চীনা রাষ্ট্রদূত বলেন, তিনি বিশ্বাস করেন, গত কয়েক বছরের পরিস্থিতি কেমন ছিল, সেটি অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকেরা অনুধাবন করতে পারেন। তিনি কী পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন, তা উপস্থিত সাংবাদিকেরা বোঝেন।

ডিকাব সভাপতি এ কে এম মঈনউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা দেন সংগঠনের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মামুন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন বাংলাদেশি প্রতিনিধি দল চীন সফর করেছে। চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির (সিপিসি) আমন্ত্রণে এই সফরগুলো অনুষ্ঠিত হয়েছে।

এর মধ্যে গত ২২ জুন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল চীনে পাঁচ দিনের সফরে যায়। স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, বেগম সেলিমা রহমান, জহির উদ্দিন স্বপন, ইসমাইল জাবিউল্লাহ, অধ্যাপক সুকোমল বড়ুয়া এবং মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলসহ ৯ সদস্যের প্রতিনিধিদল।

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে দলটির একটি প্রতিনিধি দল ১১ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত চীন সফর করে। এই প্রতিনিধি দলের সদস্য ছিলেন ৯ জন। এটিকে একটি স্বতন্ত্র সফর হিসেবে উল্লেখ করা হয়েছে।

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল চীনের ১১ দিনের সফরে যায়। এই সফরে বিএনপি, জাতীয় নাগরিক কমিটি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং অন্যান্য আটটি রাজনৈতিক দলের ২২ জন নেতা, শিক্ষাবিদ ও সাংবাদিক ছিলেন।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button