শিরোনাম
বিলম্বিত ট্রেনে যেভাবে রাউলিংয়ে মাথায় আসে হ্যারি পটারের প্লট‘মাঠকর্মীদের সঙ্গে ঝগড়ায় ভারতের কোচের কোনো দোষ নেই’বাংলাদেশি পণ্যে ভারতের চেয়ে কম শুল্কের ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্রবিবিসির প্রতিবেদন /ট্রাম্পের শুল্কে বড় ধাক্কা খাবে ভারতের পোশাকসহ রপ্তানি খাতসৈয়দপুরে আকাশমণি গাছে ঝুলছিল তরুণের মরদেহঢাকা মেডিকেলে সহযোগীসহ ভুয়া চিকিৎসক আটকজুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদের দাবিতে শাহবাগে শহীদ পরিবার ও আহতদের অবস্থান কর্মসূচিশ্বশুরবাড়ি থেকে আ.লীগ নেতা গ্রেপ্তারতারেক-বাবরের খালাসের বিরুদ্ধে চলছে দ্বিতীয় দিনের আপিল শুনানিথানায় তাসকিনের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার, বন্ধু ‘ট্রমাটাইজড’, আসল ঘটনা কী

গণপূর্তের ৫ প্রকৌশলী ও স্থাপত্য অধিদপ্তরের ১ স্থপতি বরখাস্ত

গণপূর্তের ৫ প্রকৌশলী ও স্থাপত্য অধিদপ্তরের ১ স্থপতি বরখাস্ত

গণপূর্ত অধিদপ্তরের ৫ প্রকৌশলী ও স্থাপত্য অধিদপ্তরের ১ স্থপতিকে বরখাস্ত করা হয়েছে। বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’—এর অভিযোগে পৃথক প্রজ্ঞাপন জারি করে তাদের বরখাস্ত করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, যাদের বরখাস্ত করা হয়েছে—গণপূর্ত অধিদপ্তরের উপবিভাগীয় প্রকৌশলী মনিরুজ্জামান মনি, উপবিভাগীয় প্রকৌশলী আবদুল্লা আল মামুন, উপবিভাগীয় প্রকৌশলী মোছা. রাহানুমা তাজনীন, নির্বাহী প্রকৌশলী ফারহানা আহমেদ, সহকারী প্রকৌশলী মফিজুল ইসলাম এবং স্থাপত্য অধিদপ্তরের সহকারী স্থপতি শিরাজী তারিকুল ইসলাম।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘কর্মস্থলে বিনা অনুমতিতে অনুপস্থিত থাকায় ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’—এর অভিযোগে রুজুকৃত বিভাগীয় মামলায় তদন্তে প্রমাণিত হওয়ায় যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সরকারি কর্ম কমিশনের মতামত গ্রহণপূর্বক এবং মহামান্য রাষ্ট্রপতির অনুমোদনক্রমে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত আদেশের মাধ্যমে এ সকল কর্মকর্তাদের চাকরি হতে বরখাস্ত করা হয়েছে।’

মনিরুজ্জামান মনি কানাডার টরোন্টো ইউনিভার্সিটিতে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে ডক্টরাল প্রোগ্রামে অংশগ্রহণ করে ১-৯-২০১৭ থেকে ৩১-৮-২০২৩ তারিখ পর্যন্ত মঞ্জুরিকৃত প্রেষণ ও ছুটির পর ১-৯-২০২৩ থেকে অনুমতি বিহীনভাবে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা—২০১৮ এর বিধি ৪ এর উপবিধি ৩ এর (ঘ) অনুযায়ী তাঁকে ২১ এপ্রিল ২০২৫ তারিখে চাকরি হতে বরখাস্ত করা হয়।

আবদুল্লা আল মামুন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি কোর্সে অধ্যয়নের নিমিত্ত ১-১-২০২১ থেকে ৩১-১২-২০২২ তারিখ পর্যন্ত মঞ্জুরিকৃত প্রেষণের পর ১-১-২০২৩ থেকে অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা—২০১৮ এর বিধি ৪ এর উপবিধি ৩ এর (ঘ) অনুযায়ী তাঁকে ১৫ মে ২০২৫ তারিখে চাকরি হতে বরখাস্ত করা হয়।

মোছা. রাহানুমা তাজনীন ইউনিভার্সিটি অব ওয়োমিংয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং কোর্সে অধ্যয়নের নিমিত্ত ১-৮-২০২১ থেকে ৩১-৭-২০২৩ তারিখ পর্যন্ত মঞ্জুরিকৃত প্রেষণ মেয়াদ শেষ হওয়ার পর থেকে অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা—২০১৮ এর বিধি ৪ এর উপবিধি ৩ এর (ঘ) অনুযায়ী তাঁকে ২ জুলাই ২০২৫ তারিখে চাকরি হতে বরখাস্ত করা হয়।

ফারহানা আহমেদ রিয়ারসন ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং কোর্সে অধ্যয়নের নিমিত্ত ২৫-৯-২০২০ থেকে ২৪-৯-২০২২ তারিখ পর্যন্ত শিক্ষা ছুটির মেয়াদ শেষ হওয়ার পর থেকে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা—২০১৮ এর বিধি ৪ এর উপবিধি ৩ এর (ঘ) অনুযায়ী তাঁকে ৮ জুলাই ২০২৫ তারিখে চাকরি হতে বরখাস্ত করা হয়।

মফিজুল ইসলাম ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডাতে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে এমএস কোর্সে অধ্যয়নের নিমিত্ত ২০-১২-২০২৩ থেকে ১৮-১২-২০২৪ তারিখ পর্যন্ত মঞ্জুরিকৃত প্রেষণ মেয়াদ শেষ হওয়ার পর থেকে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা—২০১৮ এর বিধি ৪ এর উপবিধি ৩ এর (ঘ) অনুযায়ী তাঁকে ২৭ জুলাই ২০২৫ তারিখে চাকরি হতে বরখাস্ত করা হয়।

শিরাজী তারিকুল ইসলাম গত ১২-৫-২০২২ থেকে অননুমোদিতভাবে কর্মস্থলে ছিলেন। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা—২০১৮ এর বিধি ৪ এর উপবিধি ৩ এর (ঘ) অনুযায়ী তাঁকে ২১ মে ২০২৫ তারিখে চাকরি হতে বরখাস্ত করা হয়।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button