শিরোনাম
ধর্মীয় কটূক্তির অভিযোগে হিন্দুপল্লিতে ভাঙচুর, ঠেকাতে গিয়ে আক্রান্ত পুলিশওগ্রেপ্তার ৯ শিশুর বিষয়ে তদন্তের নির্দেশরাষ্ট্রের মূলনীতি নিয়ে মতানৈক্য, ৩১ জুলাইয়ের আগেই সিদ্ধান্ত জানাবে কমিশনজুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের পর নির্বাচনের তারিখ ঘোষণা করা যেতে পারে: আখতার হোসেনমাদারগঞ্জ মডেল থানার সেই এসআইয়ের বিরুদ্ধে তদন্ত শুরুচালককে মারধরের জেরে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে বাস চলাচল বন্ধশেরপুরে বিএনপির সদর উপজেলা ও শহর কমিটি ঘোষণাসিঙ্গিয়া স্টেশনের সব ফ্যান খুলে নিয়ে গেল রেলওয়ের বিদ্যুৎ বিভাগ, দুর্ভোগে যাত্রী-কর্মীরাচামুরখানে ডিএনসিসির নতুন কবরস্থান উদ্বোধনসরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের প্রজ্ঞাপনে থাকবে পাসপোর্ট নম্বর

বদনজর থেকে শিশুদের সুরক্ষিত রাখার দোয়া ও আমল

বদনজর থেকে শিশুদের সুরক্ষিত রাখার দোয়া ও আমল

বদনজর বা খারাপ দৃষ্টি এমন একটি অভিশাপ যা মানুষের জীবনে খারাপ প্রভাব ফেলতে পারে। এটি কারও সৌন্দর্য, ধন-সম্পদ, বা জীবনের যেকোনো ভালো কিছু দেখে বা জেনে হিংসা থেকে উদ্ভূত হয়। ইসলামে বদনজরের অস্তিত্ব এবং এর প্রভাব সম্পর্কে স্পষ্ট আলোকপাত করা হয়েছে।

রাসুল (সা.) বলেছেন, ‘বদনজর সত্য। এটি এমন এক প্রভাব—যা মানুষকে উঁচু স্থান থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়।’ (মুসনাদে আহমাদ: ২৪৭৩) এই বক্তব্য থেকেই বোঝা যায়, বদনজর কতটা মারাত্মক হতে পারে।

বদনজরের কুপ্রভাব

পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এক জায়গায় বলেছেন, ‘কাফেররা যখন উপদেশ বাণী শোনে—তখন তারা যেন তাদের দৃষ্টি দিয়ে তোমাকে আছড়ে ফেলবে; আর তারা বলে—সে তো এক পাগল।’ (সুরা কলম: ৫১)।

এখানে আল্লাহ তাআলা সোজাসুজি বদনজরের প্রভাবের ব্যাপারে সতর্ক করেছেন। তাফসিরে ইবনে কাসিরে উল্লেখ করা হয়েছে, ‘তাদের দৃষ্টি দ্বারা তোমাকে আছড়ে ফেলবে’-এর অর্থ, তারা তোমাকে বদনজর দেবে—তাদের হিংসা তোমাকে শারীরিক বা মানসিকভাবে অসুস্থ করে দিতে পারে, যদি আল্লাহ তাআলা তোমাকে রক্ষা না করেন।

এটা প্রমাণিত, বদনজরের কুপ্রভাব আমাদের জীবনের ভালো কিছু—যেমন সৌন্দর্য, সম্পত্তি, কিংবা সাফল্য প্রতিহত করতে পারে। সুতরাং, এসব ভালো জিনিস দেখার সময় আমাদের উচিত, সেই মানুষটির জন্য দোয়া করা, যাতে তার ওপর আল্লাহর রহমত বর্ষিত হয়।

‘বারাকাল্লাহু ফিহি’ (অর্থাৎ, আল্লাহ তাআলা এতে বরকত দান করুন) অথবা ‘মাশাআল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ’—এই ধরনের বাক্য উচ্চারণ করা অত্যন্ত জরুরি।

শিশুর বদনজর থেকে রক্ষা

বিশেষ করে শিশুরা সহজেই বদনজরের শিকার হতে পারে। রাসুল (সা.) শিশুদের ওপর বিশেষভাবে গুরুত্ব দিয়ে দোয়া করতেন এবং তাদের বিভিন্ন দোয়ায় আশ্রয় দিতেন। তিনি হাসান এবং হুসাইন (রা.)-কে নিম্নলিখিত দোয়া পড়ে ফুঁ দিতেন:

‘উইজুকুমা বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাতিন।’

অর্থ: ‘তোমাদের দুজনকে আমি আল্লাহর পরিপূর্ণ কালামের আশ্রয়ে রাখতে চাই—সকল প্রকার শয়তান, ক্ষতিকারক বস্তু এবং সব ধরনের বদনজর থেকে।’ (সহিহ্ বুখারি)

বদনজর থেকে রক্ষা পেতে নিয়মিত আয়াতুল কুরসি, সুরা ইখলাস, সুরা ফালাক, সুরা নাস ইত্যাদি পড়া উচিত। এসব আমল আমাদের এবং আমাদের প্রিয়জনদের জন্য আল্লাহর আশ্রয় ও নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করে।

এ ছাড়া, যখন আমরা কারও সাফল্য, সৌন্দর্য বা যেকোনো ভালো কিছু দেখি, তখন ভালোভাবে দোয়া করে তার ওপর আল্লাহর বরকত কামনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহর রহমত আমাদের ওপর বর্ষিত হোক, এবং বদনজরের কুপ্রভাব থেকে সকলকে নিরাপদ রাখুন।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button