শিরোনাম

সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের প্রজ্ঞাপনে থাকবে পাসপোর্ট নম্বর

সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের প্রজ্ঞাপনে থাকবে পাসপোর্ট নম্বর

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণের প্রজ্ঞাপনে তাঁদের পাসপোর্ট নম্বর উল্লেখ করতে সব মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় আজ রোববার সব মন্ত্রণালয়ের সচিবদের এক চিঠিতে এই নির্দেশনা দিয়েছে।

চিঠিতে বলা হয়েছে, বিভিন্ন সময় কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণের সরকারি আদেশ জারি করা হচ্ছে। কিন্তু তাঁদের বিদেশ ভ্রমণের সরকারি আদেশে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীর পাসপোর্ট নম্বর উল্লেখ করা হচ্ছে না।

সরকারি প্রজ্ঞাপনে পাসপোর্ট নম্বর উল্লেখ না থাকায় কর্মকর্তা-কর্মচারীরা কোন পাসপোর্ট ব্যবহার করে বিদেশ ভ্রমণে যাচ্ছেন, তা নিশ্চিত হওয়া যায় না। তাই এখন থেকে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পাসপোর্ট নম্বর উল্লেখ করতে হবে।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button