শিরোনাম
ভূতের ভয় কাটানো সম্ভব, তবে যে দুই ভয় জন্মগতগুলিস্তানে ট্রাকের ধাক্কায় ঝালমুড়ি বিক্রেতা কিশোর নিহতগোপালগঞ্জে সংঘর্ষে নিহতের ঘটনায় আরও একটি হত্যা মামলামাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহতদের দেখতে বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টাখুলনায় ৬ বছরের শিশুকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার ১সৈয়দপুরে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, খুনি গ্রেপ্তারগ্রিন ইউনিভার্সিটির উদ্যোগে দুই দিনব্যাপী স্ট্র্যাটেজিক সামিট অনুষ্ঠিতমাখোঁ কেন ফিলিস্তিন রাষ্ট্র চায়, রহস্য কীহালুয়াঘাটে ৬ ডায়াগনস্টিক সেন্টারকে ৯০ হাজার টাকা জরিমানাবিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

বন বিভাগের কাঠ ভারতে পাচারকালে আটক ৫

বন বিভাগের কাঠ ভারতে পাচারকালে আটক ৫

নওগাঁর ধামইরহাটে অবৈধভাবে বন বিভাগের আকাশমণিগাছের কাঠ ভারতে পাচারের সময় গাছসহ ৫ যুবককে আটক করা হয়েছে। আজ শনিবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির পত্নীতলা ব্যাটালিয়নের (১৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন।

আটক ব্যক্তিরা হলেন উপজেলার চকহরিহরপুর এলাকার দীরেন চন্দ্র বর্মণের ছেলে অমল চন্দ্র বর্মণ (৩৫), রঘুনাথ বর্মণের ছেলে লিটন বর্মণ (২৮), নৃপেন চন্দ্র বর্মণের ছেলে নরেশ বর্মণ (৩২) সেলিমপুর এলাকার মৃত নুরউদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৫৫) ও উদয়শ্রী এলাকার রেজাউল করিমের ছেলে হামিদুল ইসলাম (২৫)।

মোহাম্মদ ইকবাল বলেন, গতকাল শনিবার ভোরে বাংলাদেশের অভ্যন্তরে সীমান্ত পিলার-২৬০ থেকে আনুমানিক দেড় কিলোমিটার আত্রাই নদের পশ্চিম পাড়ে অবস্থিত ফরেস্টের বাগান থেকে ৬২ দশমিক ৯৫ সিএফটি আকাশমণিগাছের কাঠ অবৈধভাবে ভারতে পাচারের সময় শিমুলতলি ব্রিজের কাছে ওই যুবকদের আটক করা হয়।

এ সময় কাঠ বহনকারী ইঞ্জিনচালিত একটি মেসি (ট্রাক্টর) জব্দ করা হয়েছে। পরে মেসিসহ আটক ব্যক্তিদের মামলা করার মধ্য দিয়ে ধামইরহাট থানায় হস্তান্তর এবং আকাশমণিগাছের কাঠ ধামইরহাট বনবিট অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

এ বিষয়ে উপজেলা বন কর্মকর্তা আনিসুর রহমান আজকের পত্রিকাকে বলেন, বিজিবির উদ্ধার করা ২৫টি গাছের লট বনবিট হেফাজতে নেওয়া হয়েছে। আসামি এবং গাড়ি মামলা করার মধ্য দিয়ে থানা হেফাজতে রয়েছে। ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর বলেন, আসামিদের বন বিভাগ আইনে মামলা করার প্রস্তুতি চলছে। এবং যত দ্রুত সম্ভব আসামিদের কোর্ট হাজতে পাঠানো হবে।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button