খুলনায় করোনায় আরও একজনের মৃত্যু


খুলনায় করোনায় আরও একজনের মৃত্যু
খুলনা প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুলাই ২০২৫, ১৭: ২৩
প্রতীকী ছবি
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে করোনায় আক্রান্ত আল আমিন (৩৮) নামের এক রোগীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এর আগে ২১ জুলাই হাসপাতালে চলতি বছরে প্রথম করোনা রোগীর মৃত্যু হয়।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ও করোনা ইউনিটের ফোকালপারসন খান আহমেদ ইশতিয়াক এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, বাগেরহাটের কচুয়া উপজেলার বাসিন্দা আল আমিন বৃহস্পতিবার বেলা ১১টায় করোনা ইউনিটের আইসিইউতে ভর্তি হয়। কৃত্রিম শ্বাসযন্ত্রের মাধ্যমে তাঁর চিকিৎসা চলছিল। বৃহস্পতিবার রাতে তাঁর মৃত্যু হয়।