শিরোনাম

দগ্ধদের চিকিৎসায় সিঙ্গাপুর ও চীনের বিশেষজ্ঞ দল ঢাকায়

দগ্ধদের চিকিৎসায় সিঙ্গাপুর ও চীনের বিশেষজ্ঞ দল ঢাকায়

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে আহতদের উন্নত চিকিৎসা সেবা দিতে সিঙ্গাপুর ও চীন থেকে দুটি বিশেষজ্ঞ চিকিৎসক দল বাংলাদেশে পৌঁছেছে।

গতকাল সিঙ্গাপুর থেকে পাঁচ সদস্যের দ্বিতীয় একটি মেডিকেল টিম ঢাকায় পৌঁছায়। এই টিমের সদস্যরা হলেন—চো উইং কিট চেস্টার, ওয়েই গুইরু, তার কোই ইউয়েন, ওং জোলিন এবং আইরিন ওং মেই জিন। তাঁরা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গঠিত বিশেষজ্ঞ দলের সঙ্গে যৌথভাবে চিকিৎসা কার্যক্রমে অংশ নেবেন। তাঁরা কারিগরি ও পেশাগত সহায়তা দেবেন।

বৃহস্পতিবার পৌঁছেছে চীনা বিশেষজ্ঞ দল। ছবি: পিআইডি
বৃহস্পতিবার পৌঁছেছে চীনা বিশেষজ্ঞ দল। ছবি: পিআইডি

চীন থেকেও একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল গতকাল ক্যাথে প্যাসিফিক এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছেছে। চীনা চিকিৎসক প্রতিনিধি দলে রয়েছেন, লিউ শুহুয়া, ইয়াং ফেই, লি জে, ঝাং জিনলি এবং লিউ হুয়ান। এই দলে বার্ন, ট্রমা ও ইনটেনসিভ কেয়ার চিকিৎসায় অভিজ্ঞ বিশেষজ্ঞরা রয়েছেন।

চীনা চিকিৎসক দলটি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত টিমের সঙ্গে চিকিৎসা কার্যক্রমে অংশগ্রহণ করবেন এবং প্রয়োজনীয় কারিগরি ও পেশাগত সহায়তা দেবেন।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button