রেসলিং কিংবদন্তি হাল্ক হোগান আর নেই, ভক্তের মৃত্যুতে শোকস্তব্ধ ট্রাম্প


পেশাদার রেসলিং দুনিয়ার অন্যতম তারকা হয়ে উঠেছিলেন টেরি জিনি বোলিয়া। তবে টেরি বোলিয়া নামে নয়, তিনি পরিচিতি পেয়েছিলেন হাল্ক হোগান নামে। রেসলিং কিংবদন্তি হোগান আর এই নশ্বর পৃথিবীতে নেই। তাঁর মৃত্যুতে ক্রীড়াঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।
হোগান গতকাল ৭১ বছর বয়সে চলে গেছেন না ফেরার দেশে। কিংবদন্তি রেসলারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ অনেকেই। হোগানকে ‘হাল্কস্টার’ উপাধি নিয়ে নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে এক পোস্টে ট্রাম্প বলেন, ‘দারুণ এক বন্ধু হাল্ক হোগানকে হারিয়েছি আমরা। শক্ত, দৃঢ় ও স্মার্ট চরিত্রের অধিকারী ছিল সে। তাল হৃদয়ও ছিল অনেক বড়। তার স্ত্রী ও পরিবারের প্রতি রইল শুভকামনা ও ভালোবাসা। হাল্ক হোগানকে অনেক মিস করব।’ পিয়ার্স মরগান লিখেছেন, ‘শান্তিতে ঘুমান হাল্ক হোগান। ইতিহাসের সবচেয়ে আইকনিং রেসলার। ব্যক্তি হিসেবে তিনি দারুণ চরিত্রের অধিকারী ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে আসলে খারাপ লাগছে।’
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের ক্লিয়ারওয়াটার শহরে গতকাল মৃত্যুবরণ করেন হোগান। ক্লিয়ারওয়াটার শহরের পুলিশ জানিয়েছে, হার্ট অ্যাটাকের খবর পেয়ে হোগানের বাড়িতে ছুটে যান পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। ফায়ার সার্ভিস ও রেসকিউ টিম তাঁকে (হোগান) উদ্ধার করে মর্টন প্লান্ট হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকেরা হোগানকে তখন মৃত ঘোষণা করেন।
১৯৫৩ সালের ১১ আগস্ট যুক্তরাষ্ট্রের জর্জিয়া রাজ্যে জন্মগ্রহণ করেছিলেন হোগান। রেসলার হিসেবে টেলিভিশন ব্যক্তিত্ব হিসেবেও তিনি সুনাম করেছিলেন। অনেক সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। তাঁর মৃত্যুতে ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট (ডব্লুডব্লুই) এক বিবৃতিতে লিখেছে, ‘ডব্লুডব্লুই হল অব ফেমার হাল্ক হোগানের মৃত্যুতে আমরা গভীর শোকাহত। পপ কালচারের অন্যতম পরিচিত মুখ হিসেবে পরিচিতি পেয়েছিলেন তিনি। ১৯৮০-এর দশকে ডব্লুডব্লুইকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে হোগান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তাঁর পরিবার, বন্ধু এবং ভক্ত-সমর্থকদের সমবেদনা জানাচ্ছি।’