শিরোনাম
মার্কিন রাষ্ট্রদূতকে সংস্কার ও নির্বাচন নিয়ে অবস্থান জানাল এনসিপির‍্যাব বিলুপ্তি নিয়ে চিন্তা করছি না, এটি সরকার দেখবে: ডিজিএমসি কলেজ ছাত্রদলের সভাপতি সামি, সম্পাদক জুনেদম্যাজিস্ট্রেটের জরিমানার ক্ষমতা বেড়ে একলাফে ৫ লাখ টাকা, অপরাধ কমে দ্রুত বিচারের আশাএভারেস্টে ভিড়, অনাবিষ্কৃত আরও ৯৭টি শৃঙ্গ ফি ছাড়াই উন্মুক্ত করল নেপালইলিয়াস আলীকে যারা গুম করেছে, আমরা তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেব: ছাত্রদল সভাপতিগোপালগঞ্জে স্কুলে শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, শিক্ষকের বিরুদ্ধে মামলাবেনাপোল সীমান্তে ৯৫ লাখ ৫৭ হাজার টাকার শাড়ি, সোনা ও মাদক জব্দবসুন্ধরাকে আশা দিয়ে ইরাকি ক্লাবের কোচ হয়ে গেলেন তিনিবিকৃত লাশ দুটি ৩০ ঘণ্টা ধরে গাড়িতে, একজনের মুখ ছিল থেঁতলানো

প্রেমে সারা না দেওয়ায় স্কুলছাত্রীকে অপহরণ, মামলা

প্রেমে সারা না দেওয়ায় স্কুলছাত্রীকে অপহরণ, মামলা

নেত্রকোনার বারহাট্টায় প্রেমে সারা না দেওয়ায় নবম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের অভিযোগে মামলা হয়েছে। আজ বৃহস্পতিবর বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত রোববার রাতে ওই ছাত্রীকে অপহরণ করা হয়। ভুক্তভোগী স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন।

এতে উপজেলার চিরাম ইউনিয়নের জয়পতাক এলাকার নয়ন মিয়ার ছেলে মো. রিদয় খাঁনকে (২২) আসামি করা হয়। এছাড়া আরও দুইজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, ওই ছাত্রীর বাবার মোবাইলফোনে প্রায় সময়ই রিদয় খাঁন কুরুচিপূর্ণ ম্যাসেজ পাঠাতেন ও ছাত্রীর সাথে ফোনে কথা বলতে চাইতেন। এক সময় রিদয়কে ম্যাসেজ ও কল করতে নিষেধ করেন ওই ছাত্রীর বাবা। এতে ক্ষিপ্ত হয়ে রিদয় হুমকি ও ভয়ভীতি দেখায়। পরে গত রোববার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ওই ছাত্রী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হলে আগে থেকে ওঁৎ পেতে থাকা রিদয় গলায় ও মুখে গামছা পেঁচিয়ে আরো দুই তিনজনের সহায়তায় তাকে অপহরণ করে নিয়ে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি। পরে ভোর চারটার দিকে ওই ছাত্রী তার দাদার মোবাইলফোনে কল করে উদ্ধারে সহায়তা চায়। পরে পরিবারের লোকজন গিয়ে উপজেলার গেরিয়া গ্রামের একটি কালভার্টের উপর থেকে তাকে উদ্ধার করে।

বারহাট্টা থানার ওসি কামরুল হাসান বলেন, `ভুক্তভোগী ছাত্রীর বাবার করা অভিযোগের ভিত্তিতে মামলা রেকর্ড করা হয়েছে। ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।’



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button