নতুন পে কমিশন গঠন, ৬ মাসের মধ্যে প্রতিবেদন জমা


জাতীয় পে স্কেল বা বেতন স্কেলের আওতাভুক্ত কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে কমিশন গঠন করা হয়েছে। আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদ এই পে-কমিশন গঠন করে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদ রোববার জাতীয় বেতনস্কেলের আওতাভুক্ত কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কমিশন গঠন করেছে।’ সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান এই বেতন কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।’
কমিশন আগামী ছয় মাসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দেবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।