শিরোনাম
গ্রামের বাড়িতে চিরনিদ্রায় ছোট্ট রাইসামাইলস্টোনে দুর্ঘটনায় নিহত নাজিফা-নাফির পরিবারের সঙ্গে বিমানবাহিনী প্রধানের সাক্ষাৎশুধু ভেনিসবাসীর জন্যই উন্মুক্ত হচ্ছে পোভেলিয়া দ্বীপ, পর্যটকেরা নিষিদ্ধমির্জাপুরে টনসিল অস্ত্রোপচারের পর শিশুর মৃত্যু, কর্তৃপক্ষের গা ঢাকাকুয়াকাটা সৈকতে গোসলে নেমে ভেসে যাচ্ছিলেন পর্যটক, উদ্ধার করলেন জেলেরাজোয়ারের পানির স্রোতে ভোলায় বেড়িবাঁধে ভাঙনসঞ্জয়ের ১৪ হাজার কোটি টাকার সম্পদ নিয়ে পারিবারিক উত্তেজনা তুঙ্গেবলিদান ও শয়তান পূজার বুদ্ধি দিল চ্যাটজিপিটিমার খেয়ে ফিরবেন না, পাল্টা মারুন: মিঠুন চক্রবর্তীসিরাজদিখানে নৌকাডুবিতে কলেজছাত্রের মৃত্যু

সংঘাতের কূটনৈতিক সমাধানের সুযোগ তৈরি হয়েছে: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

সংঘাতের কূটনৈতিক সমাধানের সুযোগ তৈরি হয়েছে: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেছেন, মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান সংকট নিরসনে একটি ‘সুযোগ এখন রয়েছে’। ইরান এবং যুক্তরাজ্য ও ইউরোপের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে গুরুত্বপূর্ণ পারমাণবিক আলোচনায় অংশ নিতে তিনি জেনেভায় যাচ্ছেন।

গতকাল বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে ল্যামি বলেন, ‘মধ্যপ্রাচ্যের ভয়াবহ পরিস্থিতি বন্ধ করা এবং আঞ্চলিক উত্তেজনা নিরসন করার এখনই সময়। এই সংঘাতে কারও লাভ নেই।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পরিপ্রেক্ষিতে ল্যামি যোগ করেছেন যে, ‘আগামী দুই সপ্তাহের মধ্যে একটি কূটনৈতিক সমাধান অর্জনের জন্য একটি সুযোগ এখন রয়েছে।’

ট্রাম্প জানিয়েছেন, তিনি ইরানে মার্কিন হামলা চালানোর সিদ্ধান্ত নেওয়ার আগে দুই সপ্তাহের জন্য কূটনৈতিক চ্যানেলে আলোচনার সুযোগ দেবেন।

ফ্রান্স এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রীদের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধি কায়া ক্যাল্লাস, আজ শুক্রবার জেনেভায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে বৈঠকে অংশ নেবেন। তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কূটনৈতিক সমাধানের জন্য চাপ দিচ্ছেন ইউরোপীয় নেতারা।

সুইজারল্যান্ডে এই সফরের আগে ল্যামি গতকাল বৃহস্পতিবার ওয়াশিংটন সফর করেন। সফরে তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং মধ্যপ্রাচ্যে হোয়াইট হাউসের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে আলোচনা করেন। কীভাবে একটি চুক্তি গভীর সংঘাত এড়াতে পারে, সেই বিষয়টিই তাঁদের আলোচনায় মুখ্য ছিল বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে ল্যামি বলেন, ‘মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখনো বিপজ্জনক। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, ইরানের কখনো পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়।’

গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউসের একজন কর্মকর্তা বলেছেন, জেনেভা আলোচনায় অগ্রগতির জন্য দরজা খোলা রেখেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। হোয়াইট হাউসের কর্মকর্তা বলেছেন, ‘এটি ইউরোপীয় নেতা এবং ইরানের মধ্যে একটি বৈঠক। প্রেসিডেন্ট আমাদের মিত্রদের কূটনৈতিক প্রচেষ্টাকে সমর্থন করেন যাতে ইরানকে চুক্তির কাছাকাছি আনা যেতে পারে।’



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button