গ্রামের বাড়িতে চিরনিদ্রায় ছোট্ট রাইসা


ফরিদপুরের আলফাডাঙ্গায় গ্রামের বাড়িতে চিরনিদ্রায় শায়িত হলো রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির ছাত্রী ১১ বছরের রাইসা মনি।
গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের বাজড়া ঈদগাহ ময়দানে জানাজা শেষে বাজড়া কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
এর আগে ভোরে রাইসা মনির লাশ নিয়ে বাড়িতে পৌঁছান তার স্বজনেরা। এ সময় সেখানে হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। রাইসা মনির মা-বাবার পাশাপাশি কান্নায় ভেঙে পড়েন স্বজন ও পাড়া-প্রতিবেশীরা। নিহত রাইসা মনি বাজরা গ্রামের শাহাবুল-মিম দম্পতির কন্যা।