শিরোনাম
ফুটপাতে বসার জায়গা নিয়ে মারামারি, নিহত ১প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধ জাদুঘর ও বাংলা একাডেমি পরিদর্শনজাল সনদ জমা দেওয়ায় বিদ্যালয়ের সভাপতির পদ হারালেন বিএনপি নেতাবিএনপি সরকার গঠন করলে তারেক রহমানই হবেন প্রধানমন্ত্রী: হুমায়ুনস্বাস্থ্য খাতের সিন্ডিকেট ভাঙতে মহাসড়ক অবরোধ, ভোগান্তিএআই দিয়ে ছবি বিকৃতকারীদের শাস্তির দাবি জানালেন মেহজাবীনব্রাহ্মণবাড়িয়ার এইচএসসি পরীক্ষার্থীরা বিলম্বে অংশ নিতে পারবেন২০২৪ সালে জাপানে জন্মের চেয়ে ৯ লাখ বেশি মৃত্যু ঘটেছেতিনজন আজীবন বহিষ্কার, সনদ বাতিল ১৫ জনেরগর্ত থেকে দুই শিশুর লাশ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা, গ্রেপ্তার ১

সরকারের আদেশ অনুযায়ী নির্বাচনে দায়িত্ব পালন করবে সেনাবাহিনী: কর্নেল শফিকুল

সরকারের আদেশ অনুযায়ী নির্বাচনে দায়িত্ব পালন করবে সেনাবাহিনী: কর্নেল শফিকুল

জাতীয় সংসদ নির্বাচন সামনে থাকলেও এখনো সরকারের পক্ষ থেকে কোনো অফিশিয়াল নির্দেশনা পায়নি সেনাবাহিনী। তবে সরকার নির্দেশ দিলে নির্বাচন-সংশ্লিষ্ট দায়িত্ব পালনে প্রস্তুত রয়েছে তারা। এমনটি জানিয়েছেন মিলিটারি অপারেশনস ডিরেক্টরেটের (স্টাফ কর্নেল) কর্নেল মো. শফিকুল ইসলাম।

আজ বৃহস্পতিবার (১৯ জুন) ঢাকা সেনানিবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা এখনো সরকারের পক্ষ থেকে নির্বাচনী দায়িত্ব পালনের নির্দিষ্ট কোনো আদেশ পাইনি। তবে যখন নির্দেশনা আসবে, আমরা তা পালন করব।’

মব ভায়োলেন্স বা জন-আতঙ্ক তৈরি করা সহিংসতা বিষয়ে তিনি বলেন, ‘সেনাবাহিনী যেকোনো বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে। রংপুরের সাম্প্রতিক ঘটনায় সময়মতো উপস্থিত হয়ে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। মব ভায়োলেন্স অনেকটাই কমে এসেছে।’

ঈদুল আজহা উপলক্ষে সেনাবাহিনীর কার্যক্রম নিয়ে সন্তুষ্টির কথা জানিয়ে কর্নেল শফিকুল বলেন, ‘বাস, রেল ও লঞ্চ টার্মিনালসহ স্পর্শকাতর এলাকায় আমাদের সদস্যরা দিন-রাত টহলে ছিলেন। নারী অফিসাররাও দায়িত্ব পালন করেছেন সাহসিকতার সঙ্গে। আমরা ঈদের সময় ১ হাজার ২৫৫টি গাড়ি থেকে যাত্রীদের ৩৫ লাখ টাকার বেশি ফেরত দিতে পেরেছি।’

তিনি আরও জানান, এবার ঈদের তুলনায় বিগত ঈদগুলোর চেয়ে দুর্ঘটনায় মৃত্যু ও গুরুতর আহতের সংখ্যা ৩০ থেকে ৪০ শতাংশ কমেছে।

সম্প্রতি জাতীয় পতাকা বিক্রেতাকে পেটানোর ঘটনায় কর্নেল শফিকুল বলেন, ‘ঘটনাটি দুঃখজনক এবং বিচ্ছিন্ন। আমরা পতাকা বিক্রেতাকে ডেকে দুঃখ প্রকাশ করেছি এবং তাকে এক লাখ টাকা সহায়তা দিয়েছি যাতে সে ব্যবসা চালিয়ে যেতে পারে।’

ভারত ও মিয়ানমার সীমান্তে পুশ-ইন পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে কর্নেল শফিকুল বলেন, ‘এই মুহূর্তে সীমান্তে বিজিবি ও কোস্টগার্ড তৎপর রয়েছে। টহল, ক্যাম্প ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সেনাবাহিনীর সম্পৃক্ততা এখনো প্রয়োজনীয় মনে করা হয়নি।’

সম্প্রতি শীর্ষ সন্ত্রাসীদের গ্রেপ্তার নিয়ে সেনাবাহিনীর অবস্থান জানতে চাইলে তিনি বলেন, ‘শীর্ষ সন্ত্রাসীদের ধরতে সেনাবাহিনী গোপনীয়তা বজায় রেখে অভিযান পরিচালনা করে। ভবিষ্যতেও আমাদের অভিযান অব্যাহত থাকবে।’



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button