শিরোনাম
মাইলস্টোন স্কুলের বিমান দুর্ঘটনায় নিহতদের জন্য বরিশালে হৃদয়বিদারক দোয়া মাহফিল অনুষ্ঠিতগোপালগঞ্জ হত্যাকাণ্ডে আল্লামা ইমাম হায়াতের উদ্বেগ প্রকাশ।ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান খুবি প্রশাসনেরনারী-শিশু নির্যাতন ধর্ষণ ও হত্যার প্রতিবাদআইফোনের চিপ দিয়ে সস্তা ম্যাকবুক এয়ার আনছে অ্যাপলকুমিল্লায় প্রবাসীর নিখোঁজ স্ত্রীর বস্তাবন্দী লাশ মিলল সেপটিক ট্যাংকে১৬ জুলাই নিয়ে নাটক করা হয়েছে: শহীদ আবু সাঈদের ভাইইতিহাস গড়ে জিম্বাবুয়ে কি হারাতে পারবে দক্ষিণ আফ্রিকাকেচ্যাম্পিয়নস ট্রফির সময়ই বুমরাকে নিয়ে কঠিন সিদ্ধান্ত নিয়েছিল ভারতজুলাই আন্দোলনের এক বছর: অভ্যুত্থান, অস্থিরতা এবং নির্বাচন

ইরানের আরাক পরমাণু কেন্দ্রে হামলার ইঙ্গিত, এলাকা খালি করতে ইসরায়েলের সতর্কবার্তা

ইরানের আরাক পরমাণু কেন্দ্রে হামলার ইঙ্গিত, এলাকা খালি করতে ইসরায়েলের সতর্কবার্তা

ইরানের আরাক হেভি ওয়াটার রিঅ্যাক্টর—এর আশপাশের এলাকা থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। আজ বৃহস্পতিবার সামাজিক মাধ্যম এক্সে শেয়ার করা এক পোস্টে রিঅ্যাক্টরটির স্যাটেলাইট চিত্র প্রকাশ করে সেখান থেকে লোকজনকে সরে যেতে বলা হয়। ইসরায়েলের সাম্প্রতিক হামলাগুলোর ধরন অনুযায়ী এই সতর্কতাকে আঘাত হানার আগাম সংকেত হিসেবেই দেখা হচ্ছে।

আরাক রিঅ্যাক্টরটি ইরানের দক্ষিণ-পশ্চিমে তেহরান থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে অবস্থিত। এটি হেভি ওয়াটার প্রযুক্তির রিঅ্যাক্টর, যা পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি প্লুটোনিয়াম তৈরি করতে পারে। প্লুটোনিয়াম আবার পারমাণবিক অস্ত্র তৈরির কাঁচামাল হিসেবেও ব্যবহৃত হতে পারে। এই কারণে রিঅ্যাক্টরটি আন্তর্জাতিকভাবে সব সময় উচ্চ নজরদারির আওতায় থাকে।

২০১৫ সালে বিশ্ব শক্তিগুলোর সঙ্গে ইরানের যে পরমাণু চুক্তি হয়েছিল, তার আওতায় আরাক রিঅ্যাক্টরটি পুনর্নির্মাণের অনুমতি দেওয়া হয়েছিল। তবে, শর্ত দেওয়া হয় সীমিত মাত্রায় প্লুটোনিয়াম তৈরি করতে পারবে। যুক্তরাষ্ট্র চুক্তিটি থেকে সরে যাওয়ার পর ব্রিটেন এর পুনর্গঠনের দায়িত্ব নেয়। ২০১৯ সালে ইরান এর সেকেন্ডারি সার্কিট চালু করলেও তখন তা চুক্তি লঙ্ঘন বলে গণ্য হয়নি।

তবে ইরানের আরোপিত কিছু সীমাবদ্ধতার কারণে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ জানিয়েছে, তারা আর ইরানের হেভি ওয়াটার উৎপাদনের ওপর পর্যাপ্ত নজরদারি রাখতে পারছে না। এর ফলে আরাক রিঅ্যাক্টরের বর্তমান উৎপাদন ও মজুতের নির্ভরযোগ্য তথ্য তাদের হাতে নেই। এমন পরিস্থিতিতে ইসরায়েল যদি রিঅ্যাক্টরটিতে হামলা চালায়, তবে তা শুধু ইরানের নিরাপত্তা নয়, বরং গোটা অঞ্চলের জন্যই পারমাণবিক বিপদের আশঙ্কা তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন পর্যবেক্ষকেরা।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button