শিরোনাম
ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান খুবি প্রশাসনেরনারী-শিশু নির্যাতন ধর্ষণ ও হত্যার প্রতিবাদআইফোনের চিপ দিয়ে সস্তা ম্যাকবুক এয়ার আনছে অ্যাপলকুমিল্লায় প্রবাসীর নিখোঁজ স্ত্রীর বস্তাবন্দী লাশ মিলল সেপটিক ট্যাংকে১৬ জুলাই নিয়ে নাটক করা হয়েছে: শহীদ আবু সাঈদের ভাইইতিহাস গড়ে জিম্বাবুয়ে কি হারাতে পারবে দক্ষিণ আফ্রিকাকেচ্যাম্পিয়নস ট্রফির সময়ই বুমরাকে নিয়ে কঠিন সিদ্ধান্ত নিয়েছিল ভারতজুলাই আন্দোলনের এক বছর: অভ্যুত্থান, অস্থিরতা এবং নির্বাচনভারতে এশিয়ার বৃহত্তম চিনিকল প্লাবিত, ৬০ কোটি রুপির চিনি নষ্টচাকসু ভবনে ‘জোবরা ভাতঘর অ্যান্ড কমিউনিটি সেন্টার’ উদ্বোধন

কুমিল্লায় প্রবাসীর নিখোঁজ স্ত্রীর বস্তাবন্দী লাশ মিলল সেপটিক ট্যাংকে

কুমিল্লায় প্রবাসীর নিখোঁজ স্ত্রীর বস্তাবন্দী লাশ মিলল সেপটিক ট্যাংকে

কুমিল্লার বুড়িচং উপজেলায় নিখোঁজের চার দিন পর বাড়ির পাশের সেফটিক ট্যাংক থেকে ফেরদৌসী বেগম (৫২) নামের এক নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে রাজাপুর ইউনিয়নের দক্ষিণ গ্রাম থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

ফেরদৌসী বেগম ওই গ্রামের বাসিন্দা সৌদি আরব প্রবাসী মোহাম্মদ শামসুল আলমের স্ত্রী। তাঁদের চার সন্তান রয়েছে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক জানান, গত শুক্রবার গৃহবধূ ফেরদৌসী বেগম নিখোঁজ হন। তাঁর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। আজ (মঙ্গলবার) সকাল ৮টার দিকে স্থানীয়রা বাড়ি থেকে ২০০ গজ দূরে একটি নির্জন বাগানের সেপটিক ট্যাংকে বস্তাবন্দী লাশের সন্ধান পেয়ে থানায় খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

আজিজুল হক আরও জানান, ধারণা করা হচ্ছে, দুই তিন দিন আগেই তাঁকে হত্যার পর লাশ সেপটিক ট্যাংকে ফেলে রাখা হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে আসেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক। তিনি ঘটনাস্থল পরিদর্শন শেষে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেন।

নিহতের ছেলে ইকরামুলের অভিযোগ, ফেরদৌসী বেগমকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ সেপটিক ট্যাংকে ফেলে রাখা হয়েছে। পারিবারিক বিরোধের সূত্র ধরেই হত্যাকাণ্ডের কারণ থাকতে পারে বলে তাঁদের ধারণা।

ঘটনাস্থল থেকে নিহতের দেবর আলমগীর হোসেন ও আরেক প্রবাসী জাহাঙ্গীরের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজে হাসপাতালের মর্গে পাঠানো হয়।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button