শিরোনাম
চাঁদা না পেয়ে ঘরে ঢুকে ব্যবসায়ীকে গুলিব‍্যাংকে হামলা চালানো সেই যুবদল নেতা দল থেকে বহিষ্কার‘নোবেল ডিজিজ’ কী, অনেক নোবেল বিজয়ী এই ‘রোগে’ আক্রান্ত হন কেনকিছু লোক বিদেশে টাকা পাচারের জন্যই কারখানা করেছেন: সাখাওয়াত হোসেনবিশ্ব চ্যাম্পিয়নশিপে আজ কেমন করলেন বাংলাদেশি দুই সাঁতারু‘ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু’: হাসপাতাল ভাঙচুর, ফটকে তালাগাজায় খাদ্যের খোঁজে দুই দিনে প্রাণ গেল শতাধিক ফিলিস্তিনির: জাতিসংঘজুলাই হত্যাকাণ্ডে নিহত ১১৪ জনের মরদেহ তোলা হবে রায়েরবাজার গণকবর থেকেজাতীয় ঐক্য গড়তে হাজারো রাজবন্দীকে মুক্তি দিচ্ছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টধর্ষণের দিন হাকিমির স্ত্রী-সন্তান ছিলেন ছুটিতে, অভিযোগ নারীর

শহীদ মাহমুদ জঙ্গীর কথায় জয় শাহরিয়ারের গান

শহীদ মাহমুদ জঙ্গীর কথায় জয় শাহরিয়ারের গান

দুই বছরের বেশি সময় আগে শহীদ মাহমুদ জঙ্গীর লেখা দুটি গানে সুর করেছিলেন জয় শাহরিয়ার। অন্য শিল্পীর কণ্ঠে গানটি প্রকাশ করার প্রাথমিক পরিকল্পনা থাকলেও পরে দুটি গানেই কণ্ঠ দেন তিনি। সেই দুই গানের একটি সম্প্রতি প্রকাশ করলেন জয়। গানের শিরোনাম ‘কিছুই বদলায় না’। আজব রেকর্ডস থেকে প্রকাশিত এই গানের অ্যানিমেশন ভিডিও তৈরি করেছেন মীর হিশাম। গানটিতে গিটার বাজিয়েছেন অন্তু দাশ, বেজ গিটারে তানিম হাসান, কি-বোর্ডে ফরহাদ এবং শব্দ সংযোজন করেছেন আমজাদ হোসেন বাপ্পী।

নতুন গান প্রসঙ্গে শহীদ মাহমুদ জঙ্গী বলেন, ‘প্রায় পাঁচ দশক ধরে গান লিখছি। এই প্রজন্মের সঙ্গে গানের মাধ্যমে যে মিথস্ক্রিয়া, তা আমি উপভোগ করি। জয়ের সুর ও কণ্ঠ ভালো লেগেছে এই গানে। আশা করি শ্রোতাদেরও ভালো লাগবে।’

জয় শাহরিয়ার বলেন, ‘জঙ্গী ভাইয়ের লেখা আমার খুব পছন্দ। যাঁদের সৃষ্টি শুনে বড় হয়েছি, তাঁদের সঙ্গে কাজ করতে পারাটা দারুণ ব্যাপার আমার জন্য। আমি চেষ্টা করেছি। আশা করি যাঁরা শুনবেন তাঁদের ভালো লাগবে সহজ কথায় জীবনবোধের এই গান।’

গানটির ভিডিও প্রকাশিত হয়েছে জয় শাহরিয়ারের ইউটিউব চ্যানেলে। এ ছাড়া স্পটিফাই, আইটিউনস, ডিজার, স্বাধীনসহ বিভিন্ন স্ট্রিমিং অ্যাপে শোনা যাচ্ছে গানটি।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button