শিরোনাম

ধর্ষণের দিন হাকিমির স্ত্রী-সন্তান ছিলেন ছুটিতে, অভিযোগ নারীর

ধর্ষণের দিন হাকিমির স্ত্রী-সন্তান ছিলেন ছুটিতে, অভিযোগ নারীর

Ajker Patrika

ধর্ষণের দিন হাকিমির স্ত্রী-সন্তান ছিলেন ছুটিতে, অভিযোগ নারীর

ক্রীড়া ডেস্ক    

প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ১৩: ৪৯

Photo

আশরাফ হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে বিচার শুরু করার আহ্বান ফরাসি প্রসিকিউটরদের। ফাইল ছবি

ফরাসি প্রসিকিউটররা প্যারিস সেন্ট-জার্মেইয়ের তারকা ফুটবলার আশরাফ হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে বিচার শুরু করার আহ্বান জানিয়েছেন। ২০২৩ সালে এক নারী তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন। তবে মরক্কোর এই ডিফেন্ডার অভিযোগটি অস্বীকার করেছেন।

নঁতের প্রসিকিউটর বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, তারা তদন্তকারী বিচারককে ধর্ষণের অভিযোগটি ফৌজদারি আদালতে পাঠানোর অনুরোধ জানিয়েছে। প্রসিকিউটর অফিস এক বিবৃতিতে বলেছে, ‘এখন বিচারকের আদেশের পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়া আদালতের ওপর নির্ভর করছে।’

২৬ বছর বয়সী হাকিমি পিএসজির প্রথম চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। গত মে মাসে ইন্টার মিলানকে ৫-০ গোলে উড়িয়ে দেওয়া ফাইনালে প্রথম গোলটি করেছিলেন তিনি। ২০২২ সালের বিশ্বকাপে মরক্কোর ঐতিহাসিক সেমিফাইনালে ওঠার পথেও বড় অবদান ছিল হাকিমির। ২০২৩ সালের মার্চে ২৪ বছর বয়সী এক নারীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত করা হয়।

অভিযোগ অনুযায়ী, ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি, স্ত্রী ও সন্তানরা ছুটিতে বাইরে থাকাকালে ওই নারীকে প্যারিস শহরতলির বোলোন-বিয়াঁকুরে নিজের বাড়িতে নিয়ে আসেন হাকিমি। ঘটনার রাতে হাকিমির খরচে একটি ট্যাক্সিতে করে বাড়িতে যান। পুলিশ সূত্র জানায়, সেখানে হাকিমি তাঁকে চুমু খাওয়ার চেষ্টা করেন এবং সম্মতি ছাড়াই যৌন আগ্রাসন চালান, তারপর তাঁকে ধর্ষণ করেন বলেও অভিযোগ করেন ওই নারী।

সেই ঘটনার পর, ওই নারী পুলিশের কাছে গিয়ে ধর্ষণের অভিযোগ করেন এবং জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন। তিনি পুলিশকে জানান, ২০২৩ সালের জানুয়ারিতে ইনস্টাগ্রামের মাধ্যমে হাকিমির সঙ্গে তাঁর পরিচয় হয়। যদিও তিনি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করতে অস্বীকৃতি জানান, তারপরও প্রসিকিউটররা হাকিমির বিরুদ্ধে অভিযোগ গঠনের সিদ্ধান্ত নেন।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button